কবিতা - ২৯

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৮ অক্টোবর, ২০১৩, ০৩:১৩:১৪ দুপুর

এক জীবনে হয়তো পাবো না



ঘটনা ত্রূমে হয়তো একদিন দেখা হয়ে যাবে

হয়তো কথা হবে না, চেনা জাবে না।

যমুনার তীরে কিংবা মধুমতির কূলে

দেখা হবে হাটতে হাটতে দু দুটি চোখে।

তুমি কে বা আমি কে

কেউ জানবো না কোন কালে।

হতে পারে ভিন্ন ধর্মের দু দুটি পাখি।

চেনা হবে জানা হবে বহু দিন পরে

পরিচয় হবার আগে ভেঙ্গে যেতে পারে।

ভাঙ্গা নায়ে অকালে তালি তালি দিতে দিতে

দেখা যাবে অন্য কাঠে ঘুন ধরে গেছে।

ভিন্ন মণে , ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন গায়ে

নতুন সাজে সাজবো মোরা, নিত্ব নতুন দেহে

আাবার কবে দেথা হবে কোন অজানা পথে

সময় তখন পিছিয়ে যাবে অনেক অনেক পিছে

ফিরে যেতেই দেখা যাবে সন্ধা হয়ে গেছে।

ঘটনা ত্রূমে হয়তো একদিন দেখা হয়ে যাবে

মানুষ তখন স্রোষ্টার কাছে প্রার্থনাতে রবে

তাদের মাঝে তুমি ও তখন দিন গুনে যাবে

তোমার আমার মিলন হবে সমাধি প্রান্তরে।

দেহ তখন পরে রবে আত্বা যাবে উড়ে

আবার যথন দেখা হবে পরকালে গিয়ে

আত্মা আত্মা মিলে তখন পূর্ণ আত্মা হবে।

কবিতাটি সম্পর্কে কিছু বলি………………..

আমি তখন নবম শ্রেনির ছাত্র। এক স্যারের কাছে ইংলিস পড়ি। হঠাৎ আমাদের মাঝে একটা মেয়ে ভর্তি হলো। যেহেতু আমি ছোট কাল থেকে বয়েজ স্কুলে পড়েছি তাই হঠাৎ একটা মেয়ে আমাদের সাথে পড়ায় কেমন জানি বুকের মধ্যে করে উঠলো। হয়তো আমার মত সবার। কিছু দিন পর দেখলাম সবাই মেয়েটির সাথে কথা বলে বাট আমি বলতে পারি না। তখন এই কবিতা টি লিখেছিলাম। ২০০২ সাথে।



বিষয়: সাহিত্য

১৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File