জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলানই আওয়ামিলীগের সেইফ এক্সিট নেবার পথ।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২৮:৪৫ সকাল

রাষ্ট্রীয় খরছে ১৪০ জনের বিশাল বহর প্রধান মন্ত্রীর সাথে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবার উদ্দেশ্যে এখন আমেরিকার পথে। অবশ্য বিলাশ ভ্রমণেরই সময়তো এখনই। এই পাঁচ বছরে যা খুশি তা করেছে বিনা চ্যালেন্জে। শেষ দিকে এসে একে একে ইসলাম পন্হীদের ফাঁসিতে ঝুলানোর কাজ ও অনেকে খানি এগিয়ে নিতে পেরেছে।

টেষ্ট কেস হিসেবে কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকর করার দিন সম্ভবত ২৬ শে সেপ্টেম্বর। জামায়াত ২-৪ দিনের হরতাল দেবে এটা আগাম বলা যায়ই। যদি প্রতিবাদ এতটুকুতে সীমাবদ্ধ থাকে তবে আগামি কাল সাঈদির যে শুনানী হবে তার পরিণতি কোরবানী ঈদের আগে সাঈদীর ফাঁসি কার্যকর।

আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামিলীগ এ ঘৃণ্য খেলা খেলবেই। কারন জামায়াত নেতাদের ফাঁসি না দিলেও আওয়ামিলীগের পূনরা্য ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় শূন্য। এখন জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলালে জামায়াত কে নেতৃত্বশূণ্য করা যাবে। দেশে যদি মারাত্বক অরাজক পরিস্হিতি সৃষ্টি করা যায় তবে হয়তো সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে, নতুবা বিদেশী প্রভূদের হস্তক্ষেপে হয়তো জাতিয় সরকার গঠন করা হবে বি এমন পি ক্ষমতায় আসার পথ রুদ্ধ হবে। তা হলে ক্ষমতা হারালে ও আর কোন ভয় থাকবেনা!

তাই একে একে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলানই আওয়ামিলীগের ইস্কাপনের টেক্কা, সেইফ এক্সিট নেবার পথ।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File