চমকে উঠলাম!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন কবিতা ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩২:০২ সকাল
এক যুগের বেশী সময় আগে বাংলাদেশ থেকে ইউরুপের মাটিতে যখন পা রাখলাম প্রথমেই চমকে উঠলাম নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু আজান শুনা যাচ্ছে না।
চমকে উঠলাম আমার ভাই যখন বাজার থেকে মুরগী এনে বল্ল এটা হালাল মুরগী।
স্কুলে গিয়ে চমকে উঠলাম আমার টিচার যখন (Hej)বলে হাতটা আমার দিকে বাড়িয়ে দিল।
চমকে উঠলাম ক্লাসের ছাত্ররা যখন দুহাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরতে আসল।
আরো চমকে উঠলাম যখন দেখলাম ক্লাসের ছাত্র-ছাত্রীরা টিচারের নাম ধরে ডাকছে।
চমকে উঠলাম যখন দেখলাম রাস্তা-ঘাটে,বাস-ট্রেন এ যুবক-যুবতীরা জরাজরী করছে।
চমকে উঠলাম যখন দেখলাম পাশের বাসায় বিয়ে না করে যুবক-যুবতী স্বামী-স্ত্রীর মত বসবাস করছে।
চমকে একেবারে আৎকে উঠলাম যখন দেখলাম একটি মেয়ে আর একটি মেয়েকে বিয়ে করছে।
চমকে উঠতে উঠতে আর এসব দেখতে দেখতে এখন এত বেশী অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর চমকে উঠি তো নায়িই বরং মাঝে মাঝে মনে হয় এগুলই ঠিক আমিই হয়ত ভূল।
হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি পদস্খলন অথবা পদস্খলিত হওয়া থেকে। পথ হারিয়ে ফেলা অথবা অন্য কর্তৃক পথভ্রষ্ট হওয়া থেকে। কারও উপর জুলুম করা থেকে অথবা কারো নির্যাতিত হওয়া থেকে। কারও সাথে মূর্খতা-পূর্ণ আচরণ করা থেকে অথবা অন্যের মূর্খতা-জনিত আচরণে আক্রান্ত হওয়া থেকে।
হে আল্লাহ! আমার অন্তরে তাকওয়া প্রদান কর, তাকে পবিত্র কর। তুমি তার উত্তম পবিত্রকারী, তার অভিভাবক ও মনিব।
হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্সমূহ কেহই মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুনে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর। তুমি তো মার্জনাকারী ও দয়ালু।
আমীন আমীন আমীন।
বিষয়: বিবিধ
৩১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন