খুজে ফিরি
লিখেছেন লিখেছেন কবিতা ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩০:১৯ সকাল
জীবন ও জীবিকার জন্য বাংলাদেশের অনেক মানুষ দেশ ছেড়ে প্রবাসী হয়েছেন।এদের মধ্যে আবার দুই ধরনের প্রবাসী আছে । এক,এরা শুধু জীবিকা অর্জনের জন্যই প্রবাসী হয়েছেন ,এদের কাছে প্রবাসটা চাকরিস্তল ৫,১০,বা ১৬,২০ বা এরও বেশী বছর চাকরি শেষে এরা দেশে আপন ঠিকানায় ফিরত আসবেন।২,এরা শুধু জীবিকা অর্জনের নয় পুরা জীবনটাকে পরবর্তনের জন্য এবং স্হায়ী ভাবে বসবাস করার জন্য প্বথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হয়েছেন।আমি এই ২য় গ্রপের প্রবাসী
আজ থেকে ১৩ বছর আগে উন্নতবিশ্ব ইউরোপ চলে আসি ।যদিও দেশে খারাপ ছিলাম না কিন্তু দেশের চেয়েও উন্নত একটা জীবন পাব উন্নত জীবন যাপন করব এই আশা নিয়ে।এখানে আসার প্রায় ১বছর পর এদেশে স্হায়ী ভাবে বসবাসের অনুমতি পেলাম আরো ৪বছর পর পেলাম এদেশের নাগরিত্ব
এখন আমি ইউরুপের নাগরিক।অনেক সুন্দর,সাজানো-গোছানো,পরিস্কার-পরিচ্ছন্ন একটা দেশ পেয়েছি।এখানকার নাগরিক হিসাবে সবধরনের সুযোগ সুবিধা ভোগ করছি ও সপ্মূর্ণ টেনশন মুক্তু জীবন যাপন করছি।একটা লাল পাসপোর্ট সারাবিশ্বকে আমার হাতের মুটায় এনে দিয়েছে।
কিন্তু আমি এই দেশকে আমার দেশ হিসাবে মেনে নিতে পারছিনা আমার কখনও মনে হয় না এটা আমার দেশ।এদেশের আইন-কানুনের প্রতি আমার আনুগত্য আছে তবে ভালবাসা নেই।এদেশের প্রতি আমার ভালবাসা আসে না।
আমার সব চেয়ে বড় পরিচয় আমি মুসলিম।এদেশে আমি একজন নাগরিক একজন মানুষ হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু মুসলমান নাগরিক হিসাবে পাচ্ছি না।(যদিও ব্যক্তিগত ভাবে ধর্ম পালনে কোন বাধা নাই) এখানে মসজিদে আজান শুনতে পাই না,অফিস-আদালত,স্কুল-কলেজে নামাজে কোন ব্যবস্থা নাই , সময়ও দেয়া হয় না।মুসলমাদের প্রধান ধর্মীয় উ্ৎসব গুলোতে কোন ছুটি দেয়া হয় না।মোটকথা আমি যে কৃষ্টি-কালচারে বেড়ে উঠেছি এদেশের কৃষ্টি-কালচারের সাথে মিলে না।কাজেই আমি এদেশকে আমার দেশ হিসাবে কখনই মনে প্রানে গ্রহন করতে পারব না।(হয়ত আমার ভবিষ্যত প্রজন্ম যারা এখানে জন্মগ্রহন করবে তাদের এ সমস্যা হবে না।)
আর এদিকে আমি আমার দেশ সোনার বাংলাকে হাড়িয়ে ফেলেছি আমারই অবহেলায়।যদিও আমি আমার সোনার বাংলাকে ভালবাসি তারপরও কেন জানি সোনার বাংলাকে এখন আর আমার দেশ মনে হয় না।বাংলাদেশের ভোটার লিষ্টে আমার নাই,বাংলাদেশে যেতে হলে আমাকে ভিসা নিতে হয়।আর যাওয়ার পর হয়ে যাই অসুস্থ্ আর আশে-পাশের মানুষের প্রথম প্রশ্ন কবে চলে যাচ্ছ?তখন আমার মনে হয় এদেশের আবহাওয়া আর মানুষ কেউই চাচ্ছে না আমি এদেশে থাকি।তাছাড়া দেশের কোন কিছুর সাথে এখন আর তাল মিলাতে পারছি না।দেশের লোকজন এরা এত বেশী ফ্যাষ্ট যে এদের সাথে চলতে গেলে মনে হয় আমি হোচট খেয়ে পড়ে যাব।এ ছাড়া আছে রাজনৈতিক অস্থিরতা,রাস্তা-ঘাটের করুন অবস্থা,গাড়ির জ্যাম,নীতি-নৈতিকতার অবক্ষয় সবকিছু মিলিয়ে এখন আর বলতে ইচ্ছা করে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
যাই বলি তবু বাংলাদেশ আমার জন্মভূমি ,এদেশের আলো বাতাসে আমার বেড়ে উঠা কাজেই বুকের ভিতর ভালবাসাটা থেকেই যায়।তাই আমি খুজে ফিরি বিশ্বের মানচিত্রে আমার সোনার বাংলাকে।আমি আমার বাংলাকে নিয়ে স্বপ্ন দেখি সব বাধা,সব সংকট আতিক্রম করে একদিন সোনার বাংলা সোনার মতই চকচক করবে বিশ্বের মানচিত্রে।আমার আগামী প্রজন্ম হয়ত তারা বাংগালী হবে না,বাংলা ভাষায় কথাও বলবে না ।অন্তত আমার প্রজন্মের পর প্রজন্ম তারা যেন গর্বের সাথে বলতে পারে আমার মা,আমার দাদী,আমার মায়ের দাদী বাংলাদেশ থেকে এসেছিল।
বিষয়: বিবিধ
২০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন