ঐ ছেলেটির দুরন্তপণা

লিখেছেন লিখেছেন নতুন মস ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৭:৩৯ সকাল

ছোট্ট পৃথিবীর

স্বপ্নগুলো...

গাছের মত সবুজ হল

ভাবনারা সব উড়ছে বেশ,

নীল বেদনার আকাশের রেশ,

তখন আকাশ

ধূসর কালোয় মিলিয়ে গেল

অনুভূতিময় আনন্দরা...

দুরত্ব বালক নাটায় হাতে

ছুটছে ঐ...

স্বাধীন প্রাণে

ঘুড়ি উড়াচ্ছে

আকাশে জুড়ে,

পাতাল ফেরে নামছে যেন

বাড়ন্ত মনের

দুরন্ত পণা...

ঘুড়ির সাথে

উড়ছে যেন

পৃথিবীর সব ভাবনা...

গড়ছে সে

মনের শত অলীক চেতনা।

হাসছে সে যে

আপন মনে।

খেলছে

একলা খোলা প্রান্তরে...

মুগ্ধ নয়ন

দিগন্তের পাণে তাকিয়ে...

খোলা টান,

হারিয়ে দিয়েছে পরাধীনতা।

নতুন মস

সময়ঃ১১.১১

[পরীক্ষার চিন্তায় সকলেই ক্লান্ত

একটু পড়েই ত পরীক্ষা। আমার মাথায় লেখা খেলা করছে তাই লিখে ফেললাম।কি আর করা অধিক চিন্তার ভাত নাই।]

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File