"টুডে ব্লগ এগিয়ে যাক,পেরিয়ে সকল বাঁধার বাক" সকল ব্লগার,ভিজিটর এবং সম্পাদকের দৃষ্টি আকর্ষণ:
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৮:৫৮ সকাল
টুডে ব্লগেই আমার ব্লগিং এর সূচনা|অন্য কোন ব্লগে লিখিওনা|ইতোমধ্যে টুডে ব্লগ হৃদয়ের গভীরে আসন করে নিয়েছে|আমি চাই ব্লগটি বাংলাদেশের সর্ববৃহৎ ,জনপ্রিয় ব্লগে রূপান্তরিত হোক|ঈদের পর থেকে হঠাৎ যেন পাঠক সংখ্যা অনেক কমে গিয়েছে|ব্লগকে আরো জনপ্রিয় এবং প্রসারিত করতে হলে ব্লগের সমস্যাগুলো দূর করতে সচেষ্ট হতে হবে|এছাড়া বড় একটা অংশ মোবাইল থেকে নেট ব্যাবহার করে, তাদের আকৃষ্ট করতে হলে মোবাইলে ব্যাবহারের উপযোগী করাটা অবশ্য জরুরী|
আমি ব্যাক্তিগত ভাবে যেসব সমস্যার সম্মুখিন সেগুলো নিম্নে তুলে ধরলাম:
১.প্রিয় তালিকায় কাউকে নতুন করে জুড়তে পারছিনা,কাউকে তালিকা থেকে বাদ দিতেও পারছিনা|ভুল ক্রমে একজনকে ব্লক করেছিলাম কিন্তু এখন পরিবর্তন করতে পারছিনা|
*কম্পিউটর এবং মোবাইল দুইটা থেকে চেষ্টা করেও ব্যার্থ*
২.মাঝে মধ্যে ইমু ব্যাবহার করা যায়না|
৩.মোবাইল থেকে ছবি আপলোর্ড হচ্ছেনা|অথচ একটা লেখা পাঠক প্রিয় হতে হলে ছবি থাকাটা আবশ্যক|
৪,ক্লিক দিস লিঙ্ক ইত্যাদি অফসন মোবাইল থেকে ব্যাবহার করা সম্ভব হচ্ছেনা|
অনেকেই বলছেন লগইন বা ব্লগে ঢোকা যাচ্ছেনা|আমি এই সমস্যার সম্মুখিন হইনি|
সম্ভবত পিসি থেকে যারা ব্যাবহার করছেন তাদের এই সমস্যাটা হচ্ছে|
সমস্যাগুলোর সমাধান চাই|মনে রাখা উচিৎ বৃহৎ একটা অংশ মোবাইল থেকে নেট চালায়|ব্লগের ভিজিটর এবং সদস্য সংখ্যা বাড়াতে এদের প্রতি অবশ্যই দৃষ্টি দেয়া জরুরী|
আমার প্রতি আপনার পরামর্শ এবং আপনি যেসব সমস্যার সম্যুখিন হচ্ছেন একটু কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন|
"টুডে ব্লগ এগিয়ে যাক,কাটায় ভরা পেরিয়ে বাক|
মোবাইল ব্যাবহারকারীদের প্রতি দৃষ্টি দিন,আগাবে তবেই দিনে দিন|"
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন