রক্তাক্ত জনপদ-১
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২২ জানুয়ারি, ২০১৪, ০৬:০৭:৩৭ সন্ধ্যা
ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে প্রত্যন্ত এলাকার গ্রামটি|কোন দিকে নেই কোন শব্দ|মেট পথের দুধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোও যেন নড়া চড়া বন্ধ করে দিয়েছে|ঝিঁ ঝিঁ পোকার হৃদ কাঁপান শব্দধ্বনি শোনা যাচ্ছেনা রীতিবিরুদ্ধভাবে|
রাতের পাখিদের কর্মতৎপরতা নেই|মাটি কিংবা কাঠের তৈরী বাড়িঘর ঘাপটি মেরেছে,যেন আঁধারের মাঝে পালিয়ে থাকার অবিরাম চেষ্টা|ঘরগুলোতে নেই কোন পুরুষ|যাদের পালানোর সুযোগ নেই,অসহায়
নারী শিশু ছাড়া পুরো এলাকা শূন্য|এই বুঝি ইঞ্জিনের শব্দ ভেসে আসছে,তারপর ভারি বুটের খট খট শব্দ|দরজায় হামলে পড়বে কয়েকটি হাতের ধড়াম ধড়াম সংকেত,ভেতরে কে আছিস,দরজা খুলে দে!
নিরাপত্তা বাহিনীর কয়েক জন উচ্চপদোস্ত কর্মকর্তা যে যার আসনে বসে আছে|সরকারের ক্লান্তিকালীন মুহূর্তে পার্শবর্তী রাষ্ট্রের সার্বিক সহযোগীতার ঘোষণার পরে জরুরী এই সভা|সরকারের গুরুত্বপূর্ণ কর্তাব্যাক্তি ছাড়াও এ সভায় উপস্থিত সহযোগী দেশের বিশেষ গোয়েন্দা বাহিনীর এদেশীয় প্রধান এবং অন্যান্য কয়েক জন ঝানু কর্মকর্তা|স্বয়ং মন্ত্রী প্রধান তাদের সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করছে|দেশের সার্বিক পরিস্থিতি যাতে সরকারের নিয়ন্ত্রণে থাকে সে জন্য কয়েক দফা পরিকল্পনা এই মাত্র অনুমদিত হল|প্রথম কাজ হবে বাছাইকৃত পুলিশ,র্যাব,বিজিবি ও প্রশিক্ষিত কিছু দলীয় ক্যাডার এবং সহযোগী দেশের নিরাপত্তা বাহিনীর চৌকস কিছু সদস্যের দ্বারা গঠিত হবে যৌথবাহিনী|যাদের কাজ হবে যেসব এলাকায় ব্যাপক আকারে বিক্ষভ হচ্ছে সেসব এলাকায় ক্লিন অপারেসন চালান|
দ্বিতীয় সিদ্ধান্ত,পাঠ পর্যায়ে যাদের নেতৃত্বে বিক্ষভ সংগঠিত হচ্ছে এবং যাদের এলাকায় প্রভাব রয়েছে তাদেরকে সরিয়ে দেয়া|
আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার সকল দায়িত্ব সহযোগী দেশটি গ্রহণ করবে|
বিরধী দলের যেসকল নেতাকে নিজেদের করা সম্ভব এখনো হয়নি টার্গেট অনুযায়ী তাদের পিছে কাজ করতে হবে|
চলবে...
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন