মঞ্জু হত্যা মামলার রায় ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২২ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৪:৪১ সন্ধ্যা
ফেব্রুয়ারিতে মঞ্জু হত্যা মামলার রায়, এই মামলার প্রধান আসামী আমাদের পল্টি বন্ধু এরশাদ সাহেব ৷
এই মামলাটা ১৯৮২ সালের মামলা মানে প্রায় ৩১ বছর আগের ৷ ৯০ সালে এরশাদের পতনের পরে এই মামলাটা রুজু হয় তারপর থেকে প্রায় ২৩ বছর মামলাটা ঝুলে থাকে, এই মামলার ভয় দেখিয়ে এরশাদকে সরকারী দলগুলা বিশেষ করে আওয়ামীলীগ বার বার কাবু করেছে ৷ এরশাদের স্বাধীন ভাবে রাজনীতি না করতে পারার অন্যতম কারন এই মামলা ৷
এখন দেখা যাক মামলার রায় কি হয়, ফাঁসি হয় নাকি খালাস দেয়া হয় সেটাই দেখন দেখার অলেক্ষায় আছি ৷
বিষয়: রাজনীতি
১১৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Wait for nothing.He should be not guilty. বেকুসুর খালাস
মন্তব্য করতে লগইন করুন