মঞ্জু হত্যা মামলার রায় ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২২ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৪:৪১ সন্ধ্যা

ফেব্রুয়ারিতে মঞ্জু হত্যা মামলার রায়, এই মামলার প্রধান আসামী আমাদের পল্টি বন্ধু এরশাদ সাহেব ৷

এই মামলাটা ১৯৮২ সালের মামলা মানে প্রায় ৩১ বছর আগের ৷ ৯০ সালে এরশাদের পতনের পরে এই মামলাটা রুজু হয় তারপর থেকে প্রায় ২৩ বছর মামলাটা ঝুলে থাকে, এই মামলার ভয় দেখিয়ে এরশাদকে সরকারী দলগুলা বিশেষ করে আওয়ামীলীগ বার বার কাবু করেছে ৷ এরশাদের স্বাধীন ভাবে রাজনীতি না করতে পারার অন্যতম কারন এই মামলা ৷

এখন দেখা যাক মামলার রায় কি হয়, ফাঁসি হয় নাকি খালাস দেয়া হয় সেটাই দেখন দেখার অলেক্ষায় আছি ৷

বিষয়: রাজনীতি

১১৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165890
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
আনিসুর রহমান লিখেছেন : এখন দেখা যাক মামলার রায় কি হয়, ফাঁসি হয় নাকি খালাস দেয়া হয় সেটাই দেখন দেখার অলেক্ষায় আছি
Wait for nothing.He should be not guilty. বেকুসুর খালাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File