আবার এসেছ
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৫ মে, ২০১৪, ০৭:৩৪:১৩ সন্ধ্যা
আবার দেখ এসেছে ফিরে রক্তঝরা পাঁচ-ছয় মে
রক্তপিপাষু ক্ষুণি হায়েনার
উল্লাসের দিন যে
খোদাদ্রোহী জালিম সেদিন
রাসূল প্রেমিক মানুষদের
জবাই করেই হয়নি ক্ষ্যান্ত
বুলেট ছুড়েছিল ঢের
ক্ষমতার দম্ভে তুচ্ছ করে
মানবতার জোড়া হাত
প্রদীপ শিখা নিভিয়ে দিয়ে
হেনেছিল শত আঘাত
নেইনি তবু দিক্ষা কেন
প্রেমিক মুহাম্মাদী
ভেদাভেদ ভুলে মিলবে নারে
যেথায় আছে আদি
ভুল হয়েছে অনেক বেশী
ছাড়তে হবে ভুল
আবার সবাই জাগতে হবে
খুজতে হবে কূল
বিষয়: সাহিত্য
১৩৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাড়তে হবে ভুল
আবার সবাই জাগতে হবে
খুজতে হবে কূল
হেফাজত কূল খুঁজে পেয়েছে । সরকারের আঁচলে মাথা গুজিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন