বিরধী দলীয় নেত্রী সমীপে---

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৭ জুন, ২০১৪, ০৯:৫৫:০৬ সকাল

একটি অনলাইন পোর্টালে দেখলাম বেগম খালেদাজিয়া সুষমা স্বরাজের জন্য জামদানি শাড়ি কিনেছেন!

সরকার চাচ্ছে মোদি সরকারের প্রতিনিধির সাথে বিরধী দলীয় নেত্রীর যেন দেখা নাহয়.বিরধী দল অন্যদিকে মরিয়া দেখা করার জন্য.

প্রেসিডেন্ট জিয়ার স্ত্রী হিসেবে,বিরধীদলীয় নেত্রী হিসেবে আপনার নিকট কিছু জানতে চাওয়ার ছিল.ছিল কিছু আবেদন.

হাছিনা মদির বর্তমান ভারতকে ট্রানজিট,সমুদ্রবন্দর,তিস্তার পানির ন্যায্য হিস্যা উপহার দিতে যাচ্ছে.আর আপনি! আপনি সামন্য জামদানি শাড়ি দিয়ে ভেবেছেন মদির বাংলাদেশ নীতি নিজের পক্ষে নিবেন? হয়ত আশ্বাস দিতে পারেন এগুলো অথবা এর থেকেও বেশি দেব যদি মদির সরকার আমাদের সমর্থন করে.ভেবে দেখুন,পৃথিবীতে কেউ বিশাল সম্পদের পাহাড় ছেড়ে সামান্য কিছু সম্পদ গ্রহণ করার রীতি প্রচলিত রয়েছে কিনা.বরং যেখানে অর্থের প্রাচুর্য অপেক্ষাকৃত বেশি সেখানেই মানুষ মাথা পেতে দিয়েছে. হাছিনা সরকার ভারতকে যাকিছু দিয়েছে আপনি কী পারবেন তেমন দিতে?অবশ্য তারা যা দিয়েছে পক্ষে আনতে হলে তার থেকেও বেশি দিয়েই কেবল সেটি সম্ভব.আপনি কী সেটি পারবেন? এদেশ থেকে যাকিছু দেয়ার হাছিনা দিয়ে ফেলেছে,ভারতের যাকিছু নেয়ার নিয়ে ফেলেছে,আপনি দেবেন কী?

এবার আসুন আদর্শের প্রশ্নে.

*ভারতের আগ্রাসী নীতি এবং আওমীলীগের উজাড় নীতি বিরধী এদেশের যে বৃহৎ জনগোষ্ঠী রয়েছে তারা এ জন্যই আপনার দলকে সমর্থন করে.

আপনি চাইবেন তাদের হারাতে?

*আওয়ামীলীগের ইসলাম বিরধীতার কারণেই ইসলামপন্থী জনগণ আপনার দলকে ডানপন্থী হিসেবে সমর্থন করে.আপনি পারবেন ভারতের ইচ্ছে মত এদেশ থেকে ইসলাম নির্মূলের কর্মপন্থা অবলম্বন করতে যেমনটা হাছিনা সরকার করছে?

*আপনি পারবেন লেন্দুপ দর্জি হতে যার দেওলিয়াত্বের ঘটনা প্রথম আপনার মুখ থেকেই শুনেছিলাম?

*আপনি পারবেন দেশ প্রেমিক জিয়ার নীতি বিসর্জন দিয়ে গোলামির নীতি গ্রহণ করতে?

*পারবেন কিনা জানিনা.পারার চেষ্টা করলে আপনাকে তাদের নেত্রী হতে হবে যারা আওয়ামী নীতিকে সমর্থন করে অর্থ্যাৎ আওয়ামী নেত্রী.হাছিনা কী দলীয় নেত্রীর পদ থেকে সরে আপনাকে বসাবে?

ভেবে দেখুন আত্মঘাতি সিদ্ধান্ত নেয়ার পূর্বে.ভাবছেন বাঁচতে হলে,বাঁচাতে হলে এমনটা করতে হবে.কিন্তু বিষ খেয়ে বাঁচার আশা বাতুলতা ছাড়া কিছু নয়.বরং দলকে ঝেড়ে সাজান.দলের মধ্যে গণতন্ত্র আনুন.এমন নেতৃত্ব পাবেন যাদের দ্বারা যুগের পরিবর্তন সম্ভব,স্বৈরাচারনিপাত সম্ভব.আপনি উদ্যোগী হন.সুদৃঢ় পদক্ষেপ নিয়ে জনজাল ঝেড়ে ফেলুন দেখবেন সফলতা আসছে ইনশা আল্লাহ.

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239318
২৭ জুন ২০১৪ সকাল ১০:২২
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মসনদের অধিকার জনগনের ভোটের মাধ্যমে হয় না ওটা কেবলই আইওয়াশ । বোকা জনগনকে বুঝ দেওয়া হয় যে, জনগন এই জনগন সেই ।

ক্ষমতার ফয়সালা হয় দিল্লীতে । যারা দিল্লী তথা ভারতকে উজাড় করে দিয়ে তুষ্ট করতে পারার মানসিকতা রাখে এবং করেও , দিল্লী তাদেরকেই সিলেক্ট করে ।

এখানে বিএনপি , আওয়ামী লীগ কোন ব্যাপার না । ভারতকে তুষ্ট করার ফলে এরশাদের পক্ষে ৯ বছর কনটিনিউ করা সম্ভব হয়েছিল ।

আওয়ামী লীগ এটা আগেভাগেই জানে । বিএনপি এখন সেটা বোঝা শুরু করেছে ।

আওয়ামী লীগের ভয় এখানেই , কারণ বিএনপি এখন ক্ষমতা লাভের সঠিক পথে হাঁটা শুরু করেছে ।

আর বাংলাদেশের জনগন মুখে যতই ভারত বিরোধী কথা বলুক না কেন , কাজে কর্মে এরা ভারতপন্থী । এটা বুঝবার জন্য টি২০ কনসার্টই যথেষ্ট ।

সুতরাং যাদের হাত ধরে ক্ষমতায় যেতে চায় তাদেরকে তো তুষ্ট করে যেতে হবে এবং ধরেও রাখতে হবে তুষ্ট করেই ।

খালেদা জিয়া কি তার মানসিকতা পরিবর্তন করতে পারবেন ?
239343
২৭ জুন ২০১৪ দুপুর ০১:২৭
জেদ্দাবাসী লিখেছেন : হতভাগা লিখেছেন : ক্ষমতার ফয়সালা হয় দিল্লীতে । যারা দিল্লী তথা ভারতকে উজাড় করে দিয়ে তুষ্ট করতে পারার মানসিকতা রাখে এবং করেও , দিল্লী তাদেরকেই সিলেক্ট করে ।

ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File