বিশ্বের মুসলিম উম্মাহ’র সকল ইবাদত একই দিনে (১০ম পর্ব)
লিখেছেন লিখেছেন সত্যের ২৭ জুন, ২০১৪, ০৯:৫৯:৪৩ সকাল
১ম পর্ব
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6753/soter/45670 (plz click & read)
প্রশ্নঃ- সব কিছু এক সাথে করা সম্ভব নয় । যেমন সেহেরী ও ইফতারের সময় এবং নামাযের সময় ।
সময় সূর্যের সাথে শয়ীয়া দ্বারা নির্ধারিত ।
সময় এক না হলেও দিন বা তারিখ (যা চাঁদের সাথে সম্পর্কযুক্ত) এক করা সম্ভব । যা লেখার শুরুতে দেখানো হয়েছে ।
কারো দেশে রাত (দিনের শুরু) কারো দেশে দিবা (দিনের অর্ধাংশ) অর্থাৎ একই দিন । একই দিন । একই দিন । একই সময় নয়!
এটাই অনেকের বুঝের অভাব। এটাই অনেকের বুঝের অভাব ।এটাই অনেকের বুঝের অভাব ।
আল্লাহ তায়ালা বলেন-পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায় । অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত- আল বাকারা আয়াত ১৮৭)
অতএব সেহরী, ইফতার, নামায সূর্যের সাথে সম্পর্ক করে যার যার স্থানীয় সময়ে পালিত হবে ।
একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একই রাষ্ট্র ছিল । তখন ভারতের আকাশে চাঁদ দেখা গেলেই রোযা ও ঈদ পালন করা হতো । ৪৭ এর পর পাক-ভারত আলাদা হয়ে যায় । তখন থেকে দু’দেশের আকাশও আলাদা হয়ে গেল । ৭১ সালের মহান মুক্তিযুদ্দে বিজয় অর্জনের মাধ্যমে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের জন্ম হয় । তখন থেকে ‘বাংলাদেশের আকাশ’ নামে একটি আকাশেরও জন্ম হয়েছে ।
মহান আল্লাহ কি এভাবে পৃথক পৃথক রাষ্ট্রের জন্য পৃথক আকাশ তৈরি করেছেন ? নি:সন্দেহে ‘না’ ।
আমরা যারা পূর্বে না জানার কারনে, দ্রুত প্রচার ব্যবস্থা না থাকার কারনে ভুল করেছি তাদের প্রতি অনুরোধ রইল বিষয়টি যাচাই বাছাই করে দেখুন এবং প্রয়োজনে আপনার পরিচিত
শরিয়া জ্ঞানীদের নিকট মৌখিক না জেনে কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল চেয়ে লিখিত চান কিভাবে সমাধান করা যায় ?
আল্লাহপাক বলেন- ‘জ্ঞানীরাই চিন্তা-ভাবনা করে’ (সূরা ইব্রাহীম-৫২)
লেখাটি যারা মনযোগসহ পড়েছেন, বুঝেছেন, ভাল লেগেছে আপনারা কপি করে, প্রিন্ট মিডিয়া বা অন লাইনের যে কোন সাইটে প্রকাশ করতে পারেন অথবা এর লিঙ্কটি অন্যদের নিকট ব্যপক প্রচার করতে পারেন ।
যারা অন্য ভাষায় পারদর্শী আপনারা হুবহু ঐ ভাষায় রূপান্তর করেও প্রচার, প্রকাশ করতে পারেন ।
কোন ধরণের ভুল পেলে বা কোথাও প্রকাশ করলে আমার মেইল এ জানাবেন । সংশোধন করব । ইনশা আল্লাহ !
আল্লাহ আমাদের সঠিক পথ বুঝার তৌফিক দিন ।
**আমীণ**
কিছু তথ্যঃ-
(চলবে)
১১তম শেষ পর্ব http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6753/soter/48214 (plz click & read)
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কথাটাই হাজার বার বলছি ও আরও বলতে চাই। ভাই আপনার লেখার সবগুলো পর্ব একত্র করে বই বানান। পাঠকরা উপকৃত হবেন।
আল্লাহ আপনাকে আরও লেখার তৌফিক দান করুন।
চাঁদ আল্লাহর একটি নিদর্শন। চাঁদ প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠে ও পচ্ছিম দিকে অস্ত যায়। নুতুন চাঁদও তাই, কিন্তু দৃশ্যমান হতে হতে এটি পচ্ছিম আকাশে চলে আসে। যে কোন কিছুই পৃথিবীর সাপেক্ষে পূর্বদিক থেকে পচ্ছিম দিকে ঘুরে। কিন্তু চাঁদ ব্যতিক্রম। চাঁদ পচ্ছিম থেকে পূর্ব দিকে ঘুরে। কিন্তু পৃথিবীর নিজস্ব আহ্নিক গতির (যা ২৪ ঘণ্টায় একবার ও চাঁদ অপেক্ষা অনেক দ্রুত) কারনে চাঁদকে প্রতিদিন আমরা পূর্ব থেকে পচ্ছিমে যেতে দেখি। এভাবে চাঁদ প্রতিদিন ৫০ মিনিট পিছিয়ে যায়।
এখান থেকে সব পর্ব কপি করে একত্র করে প্রিন্ট করে ফটো কপি করে ফ্রি দিতে পারেন ।
ও আই সির সিধান্ত দেখুন-
১১তম শেষ পর্ব http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6753/soter/48214 (plz click & read)
মন্তব্য করতে লগইন করুন