শিশু সুলভ বায়না।
লিখেছেন লিখেছেন কবিতা ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪১:৪৪ রাত
একদা এক বাদশাহ তার উজীরকে বললেন,
একটি কথা প্রসিদ্ধ যে,
"পৃথিবীতে তিনব্যক্তির আবদার রক্ষা করা খুব কঠিন : বাদশাহদের আবদার, নারীদের আবদার এবং শিশুদের আবদার"।
এদের মধ্যে বাদশাহ ও নারীদের আবদার কঠিন হওয়ার বিষয়টি মেনে নেয়ার মতো। কারণ, তারা বিবেক-বুদ্ধিসম্পন্ন। তারা এমন কোনো আবদার করে বসতে পারে, যা রক্ষা করা সম্ভব নাও হতে পারে।
কিন্তু শিশুদের আবদার রক্ষা করা কঠিন হওয়ার কী আছে!
উজীর বললেন, বাদশাহ জাঁহাপনা! এটাই তো সবচেয়ে কঠিন আবদার।
বাদশাহ বললেন, এটা আমার বুঝে আসছে না।
উজীর বললেন, আচ্ছা, আমি শিশু হয়ে তাদের মতো আবদার করছি, আপনি আমার আবদার রক্ষা করুন!
বাদশাহ বললেন, ঠিক আছে, তা-ই হবে।
তখন উজীর কান্না শুরু করে দিলেন। তা দেখে বাদশাহ বললেন, কী ব্যাপার, কান্না করছো কেন?
উজীর বললেন, আমাকে একটি হাতি এনে দিন।
বাদশাহ আস্তাবল থেকে একটি হাতি এনে দিলেন।
উজীর আবার কান্না করতে লাগলেন।
বাদশাহ বললেন, আবার কী চাও?
উজীর বললেন, আমাকে একটি কলসি এনে দিন।
বাদশাহ একটি কলসি এনে দিলেন।
উজীর আবার কান্না করতে লাগলেন।
বাদশাহ বললেন, আবার কী চাও?
উজীর বললেন, হাতিটা কলসির ভেতরে ঢুকিয়ে দিন।
এখন বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, এ আবদার কিভাবে রক্ষা করবেন?
তখন বাদশাহ বললেন, বুঝতে পেরেছি, শিশুদের আবদার রক্ষা করা আসলেই কঠিন।
উপদেশ : বেঈমান বা নাফরমানরা এ শিশুদের মতোই নির্বোধ। তারা অনবরত আল্লাহর নাফরমানী করে বেড়ায়, আবার বেহেশতেও যেতে চায়।
আবার ভ্রান্ত পথ অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টির আশা করে। এসবই আসলে ধোঁকা।
সহীহ ঈমান ও সঠিক পন্থায় আল্লাহর ইবাদত-বন্দেগী করা ছাড়া কখনো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের আশা করা যাবে না।
" তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ এখনো আল্লাহ দেখেনইনি যে, তোমাদের মধ্য থেকে কে জিহাদে প্রাণ উৎসর্গকারী এবং কে সবরকারী ৷" (আল ইমরানঃ ১৪২)
""লোকেরা কি মনে করে রেখেছে, “আমরা ঈমান এনেছি” কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি । আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক৷ আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে ? বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে৷ যে কেউ আল্লাহর সাথে সাক্ষাত করার আশা করে (তার জানা উচিত) , আল্লাহর নির্ধারিত সময় আসবেই৷ আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন৷ যে ব্যক্তিই প্রচেষ্টা- সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে৷ আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন৷ আর যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেবো এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেবো৷"" সুরা আনকাবুত
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন