স্বর্গীয় অবগাহন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০১:২৯ রাত
স্বর্গীয় বাসনা জাগিয়েছ মনে
কে এমন জাগাতে পারে,
সে তো হবেই স্বর্গের অস্পরি
আমি কি হবো তোমার
স্বর্গ প্রত্যাশাকারী ?
ছুঁয়েছিলে শরীরের রেখাবলী
পুলকিত মনে জাগিয়েছ বাসনা,
হারিয়েছি তোমার আলিঙ্গনে স্বর্গীয় প্রহর।
অভিশপ্ত সময় যতই তাড়া করুক
আমি অভিশাপকারী হবো কেন,
আমি হবো স্বর্গ প্রত্যাশাকারী ।
এসো শাড়ীর ঢেউ তুলে
ছুঁয়ে দাও শরীরের রেখাবলী
জাগাও স্বর্গীয় বাসনা
তবেই তো হবে দু'জনের স্বর্গীয় অবগাহন।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন