রাজিব হায়দার (থাবা বাবা) ২০১৩ সালের প্রথম শহীদ ।
লিখেছেন লিখেছেন শিপন চৈাধুরী ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৬:০৩ সন্ধ্যা
প্রধানমন্ত্রী বলেন ,রাজিব হায়দার (থাবা বাবা) ২০১৩ সালের প্রথম শহীদ
ইসলামের নামে একি প্রতারনা নয় ??? এই তথ্য তো মিডিয়াই প্রকাশ করছেঃ
ইসলামকে আর কতো ভাবে কলুষিত করার চেষ্টা করবে ওরা??হাজার উস্কানিতেও পারল না জামায়াত শিবিরকে অস্ত্র হাতে বের করতে।মিডিয়া বলে জামায়াত শিবিরের সশস্ত্র হামলা,আর ভিডিওতে দেখা যায় আওয়ামী দের হাতে পিস্তল সাথে পুলিশ!! শাহবাগ থেকে উস্কানি দেয় একটা দুইটা শিবির ধর , ধইরা ধইরা জবাই কর! তাও জামায়াত শিবির শাহবাগে বোমা হামলা করে না! বগুড়ায়, চট্টগ্রামে , কক্সবাজারে ১০ জনের মত ভাই পুলিশ-লীগের গুলিতে শহীদ, হাজার হাজার আহত,তাও তারা হামলা করে না। একবার অস্ত্র নিয়ে বের হয়না।মিডিয়া প্রতিদিন বলেই যায় তারা অস্ত্র নিয়ে নেমেছে কিন্তু সব মিডিয়া মিলে একটা ছবিও দেখাতে পারে না!এত ধৈর্যের কাছে ইসলাম বিরোধীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়,কিন্তু জামায়াত-শিবির ধৈর্যের বাঁধে অটুট।শেষ পর্যন্ত খুব সম্ভবতঃ তারাই যোগসাজস করে রাজিব এর মত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; তাঁর স্ত্রী কন্যা ও ইসলামকে ব্যাঙ্গ ,জঘন্য গালাগাল কারিকে হত্যা করে যাতে নাম জামায়াতের উপর দায় বর্তায়।নিষিদ্ধ করতে তো যুক্তি লাগবে যে অমুক কাজের জন্য করলাম...... পায়না তো !!! প্রধানমন্ত্রী বলেন রাজিব ২০১৩ সালের প্রথম শহীদ ! ইসলামকে নিয়ে আর কতো ব্যাঙ্গ করবেন??? আর রাজিবের জন্য জানাজা?? যে কিনা স্বীকারই করে নাই সে মুসলিম। তার পরকালের জন্য সুপারিস?? বাংলাদেশের প্রকৃত মুসলিম যারা অন্তত জানে তার অপকর্ম সে কখনই এই জানাজায় অংশ নেয়নি,নিবে না!! হাস্যকর বিষয় বেহায়াপনার দৃষ্টান্ত !!!জানাজার নামায পড়ল যারা এত আবেগ নিয়া ওরা যে ইসলামের পক্ষের শক্তি না তা বুঝা যায় একটু পরের (খুব নগণ্য সংখ্যক বাদে)মাগরিবের নামায না আদায় করে স্লোগান চলে আগের মত। আল্লাহ্র হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা বুঝে যে, ইসলামের ব্যবসা করে কোন দালালরা!! যারা ইসলামকে ভালবাসেন , আল্লাহকে ভালবাসেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসেন তারা প্লিজ জানুন রাজিবের কর্মকাণ্ড !!
http://nuranichapa.wordpress.com/author/thabababa/
http://www.somewhereinblog.net/blog/thaba_baba/
http://www.amarblog.com/thaba/posts/150478
http://www.amarblog.com
http://nuranichapa.wordpress.com/
লাখো মানুষের ঢল ব্লগার রাজিবের জানাযায়....
শুক্রবার রাতে শাহবাগ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ব্লগার রাজিব হায়দারের জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে লাখো মানুষের অংশগ্রহণে শাহবাগ চত্তরে তার জানাযা হয়।
যে মানুষটি আল্লাহ-রাসুল(সাঃ)এর প্রতি কোন বিশ্বাস ছিলোনা, সে মানুষটির জানাযা দিয়ে তার সাথে কেন প্রতারণা করা হচ্ছে ?
বিষয়: বিবিধ
২০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন