অবরোধের মত কঠিন কর্মসূচি দেয়া হবে- জামায়াত
লিখেছেন লিখেছেন শিপন চৈাধুরী ১৬ মার্চ, ২০১৩, ১১:১১:১৩ রাত
”
বগুড়া অফিস: বগুড়ায় গণগ্রেফতার ও পুলিশি তান্ডব বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। শনিবার জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন এক বিবৃতিতে এ আহবান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, দেশ বরেণ্য আলেমেদ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের বগুড়াতেও যে গণবিক্ষোভ ও গণবিস্ফোরণ হয়েছিল তাতে পুলিশ নির্বিচারে গুলি করে তিনজন নারীসহ ১৩ জনকে নির্মমভাবে হত্যা করে। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও ৩ শতাধিক মানুষ। স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে প্রায় দুই ডজনের মত নারী-পুরুষ। এহেন প্রেক্ষাপটে প্রশাসন ও পুলিশের দায়িত্ব ছিল অসহায় ও মজলুম এই পরিবার গুলোর পাশে দাঁড়ানো এবং সমবেদনা জানানো। কিন্তু পুলিশ তাদের এই গণহত্যার দায় এড়াতে উল্টো নিহতদের আত্মীয় স্বজন এবং আহতদেরসহ প্রায় ৭৫ হাজার জনসাধারনকে আসামী করে ৩৬টি মামলা করে গোটা জেলায় আতংক ও ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। প্রতিরাতেই পুলিশ গ্রেফতারের নামে জেলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়াচ্ছে এবং যাচাই বাছাই না করেই গণহারে গ্রেফতার করছে। সাধারণ মানুষ পুলিশের ভয়ে বাড়ীঘর ছেড়ে জমির মধ্যে, দাঁড়িয়ে, বসে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ যেন ’৭১ সালের পাকবাহিনীর কথাই স্মরণ করিয়ে দেয়। বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলায় যে হারে গণগ্রেফতার করা হচ্ছে তাতে সাধারণ মানুষ উদ্বিগ্ন। পুলিশ বাড়ীতে ঢুকে ভাংচুর, নারীদের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আতংক সৃষ্টি করছে যা মানবতার ষ্পষ্টতঃ লঙ্ঘন। আমরা এই গণগ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে এই গণগ্রেফতার ও পুলিশি তান্ডব বন্ধের জোর দাবী জানাচ্ছি। পুলিশকে কোন দলের না হয়ে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। অন্যথায় হরতাল ও অবরোধের মত কঠিন কর্মসূচীর মাধ্যমে জনসাধারণকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
http://hotnews24bd.com/bangla/?p=11641
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন