আ-তে আব্বু (তুমি রাজাকার আমি তোমাকে ফাঁসি দিব আব্বু)
লিখেছেন লিখেছেন পুলসিরাত ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৯:৪২ সন্ধ্যা
এই শিশুটিও রাজাকারের ফাঁসি চাই। কিন্তু কে কে রাজাকার সে জানে না। তার দাবী একটায় রাজাকারের ফাঁসি চাই। তার বাবা-চাচা-নানা-মামা রাজাকার হলেও ফাঁসি চাই।
জাগরণ মঞ্চ থেকে জামাত-শিবির নিধনের ডাক দেয়া হচ্ছে। এক কোটি জামাত-শিবিরকে যদি ফাঁসি দেয়া হয়। মেরে ফেলা হয় তাহলে কি সমস্যার সমাধান হবে?
এই নাটক চলতে থাকলে পরিবারেও মারামারি শুরু হয়ে যাবার আশাংকা রয়েছে। এই শিশুদেরকে ফাঁসি কিভাবে দিতে হয় শেখানো হচ্ছে। তার পরিণাম খুব একটা ভাল হবে মনে হয় না। তাই আসুন বড়দের ইস্যু নিয়ে শিশুদেরকে দুরে রাখার চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন