থাবা বাবার ব্লগ-----------তাহাজ্জুতের নামাজ

লিখেছেন লিখেছেন পুলসিরাত ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৪:২৩ সকাল



তাহাজ্জুতের নামাজ

রাতের বেলা বিবির পাশ থেইক্যা উইঠ্যা আরেক বেটির বাড়িতে যাওয়ার সবচেয়ে ভাল সময় হইলো মাঝ রাইত আর সুবে সাদিকের মইধ্যের সময় যখন বিবির ঘুম আর রাইতের আন্ধার দুইটাই খুব গাঢ়। তাই ঠিক ঐ সময় আন্ধাইরে মোহাম্মদ অভিসারে বাইর হইতো। রাস্তায় কেউ দেইখ্যা ফালাইলে চাপা মারতো তাহাজ্জুতের নামাজ পড়তে যায়। সেই থেইক্যা মুসলমানগো তাহাজ্জুতের নামাজ পড়া শুরু।

http://nuranichapa.wordpress.com/2012/07/18/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c/

শাহবাগের আন্দোলনে নেতৃত্বদানকারী থাবা বাবা। তার ও তার সঙ্গীদের আহবানে যারা কষ্ট করে শাহবাগে গিয়ে একাত্বতা প্রকাশ করছেন। যারা মিডিয়াতে দেখছেন। এখন কি বলবেন? আপনার/আমার প্রিয় রাসুল (রাঃ) নিয়ে সে কতই না কটুক্তি করেছে। আজ সে নেই কিন্ত তার পোষ্টগুলো আজীবন থেকে যাবে। মানুষ তাকে ধিক্কার দিবে। আমরা তার এই কর্মকান্ড গুলো ঘৃনা করছি। এতদিন শাহবাগে শুধু ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত ছিল। আজ তার জানাযা হবে কিছুক্ষনের জন্য হলেও সবাই আল্লাহ তায়ালাকে ডাকবে।

বিষয়: বিবিধ

৪৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File