অভিমান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৩, ০৮:৫৬:৩১ রাত



যতই আমি চাইছি তোমায়

নিতে আপন করে

তুমি যেন ঠেলছ আমায়

দূরে বহু দূরে।

Rose

কিসের এত মান অভিমান

বলবে আমায় খুলে!

হয়তো কোথাও ভুল হয়েছে

যাওনা কেন ভুলে।

Rose

চলতে ফিরতে হরেক জনে

হরেক কথা বলে

তাই বলেকি এসব কথা

মনে রাখা চলে!

Rose

আমি নাহয় ভুল করেছি

দিয়েছি গাল মন্দ

এইযে দেখ কান ধরেছি

মুখ রেখেছি বন্ধ

Rose

আজকে থেকে আমরা দুজন

বন্ধু নতুন করে

সবাইকে আজ দেখিয়ে দেব

যায়নি ঝরে ঝড়ে।

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File