অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৩, ০৮:৫৬:৩১ রাত
যতই আমি চাইছি তোমায়
নিতে আপন করে
তুমি যেন ঠেলছ আমায়
দূরে বহু দূরে।
কিসের এত মান অভিমান
বলবে আমায় খুলে!
হয়তো কোথাও ভুল হয়েছে
যাওনা কেন ভুলে।
চলতে ফিরতে হরেক জনে
হরেক কথা বলে
তাই বলেকি এসব কথা
মনে রাখা চলে!
আমি নাহয় ভুল করেছি
দিয়েছি গাল মন্দ
এইযে দেখ কান ধরেছি
মুখ রেখেছি বন্ধ
আজকে থেকে আমরা দুজন
বন্ধু নতুন করে
সবাইকে আজ দেখিয়ে দেব
যায়নি ঝরে ঝড়ে।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন