অভিমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৩, ০৮:৫৬:৩১ রাত

যতই আমি চাইছি তোমায়
নিতে আপন করে
তুমি যেন ঠেলছ আমায়
দূরে বহু দূরে।![]()
কিসের এত মান অভিমান
বলবে আমায় খুলে!
হয়তো কোথাও ভুল হয়েছে
যাওনা কেন ভুলে।![]()
চলতে ফিরতে হরেক জনে
হরেক কথা বলে
তাই বলেকি এসব কথা
মনে রাখা চলে!![]()
আমি নাহয় ভুল করেছি
দিয়েছি গাল মন্দ
এইযে দেখ কান ধরেছি
মুখ রেখেছি বন্ধ![]()
আজকে থেকে আমরা দুজন
বন্ধু নতুন করে
সবাইকে আজ দেখিয়ে দেব
যায়নি ঝরে ঝড়ে।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন