ঘুম ভাঙ্গার গান
লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ১৯ নভেম্বর, ২০১৩, ০৮:৩৩:৫৭ রাত
কেন চিন্তিত ভায়া
হতাশা তোমার মনে ?
স্মরণ কর কুরআন বলে,
বিজয় হবে মুমিন হলে ।
রাতের আধার দেখে তুমি
ভয় কেন পাও বল
প্রভাত যে তখন কাছে থাকে
সেটি খেয়াল কর ।
নজরুলের সেই অমর বানী
কোনোদিনও ভুলে যেওনা ।
নিজে না জাগলে কোনোদিনও
প্রভাত পাবে না।
প্রভাত যদি চাও তুমি তবে
জাগো নতুন করে
জাগাও আবার এই জাতিকে
গভীর ঘুম থেকে ।
জাগবে জাতি, ভাগবে হায়েনা
এই বাংলা থেকে ।
আল্লাহ তোমায় দেবে প্রতিদান
দুনিয়া ও আখিরাতে ।
বিষয়: সাহিত্য
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন