এসে দেখে যাও স্বাধীনতার বীরেরা
লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:২০:১৫ রাত
স্বাধীনতা সংগ্রাম শুরুর দেড়শ
কিংবা তার অধিক সময়কাল পরে
তোমাদের বাংলা ভ্রমনের আমন্ত্রণ জানাই,
এসো হে বাংলার স্বাধীনতার বীরপুরুষেরা
দেখে যাও তোমাদের স্বাধীনতা সংগ্রামের ফসল ।
দেখে যাও এসে বীর শরিয়তুল্লাহ
তোমার মহান ফরায়েজী আন্দোলনকে
আজ পরিচয় করে দিচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে
মাফ হয়ে যাচ্ছে ধর্মদ্রোহীদের সকল অপকর্ম ।
দেখে যাও বালাকটের বীর সৈয়দ আহমেদ
এসে দেখে যাও বাংলার বীর তিতুমীর
তোমাদের রক্তে গড়া এদেশে আজ
নাস্তিকদের বিজয় উল্লাস
মসনদে বসা ধর্মদ্রোহীদের কত ক্ষমতা !
প্রতিনিয়ত তৌহিদি জনতার রক্তে
লাল হয়ে উঠে রাজপথ
মানবাধিকার বলে কিছু থাকেনা মুসলমানের ।
এসে দেখে যাও তামাদের প্রিয় মাতৃভূমি
এসে দেখে যাও হে হামিদুর , রুহুল আমিন, মতিউর রহমান
এসে দেখে যাও মুন্সি, েমাস্তফা,জাহাঙ্গীর, নূর মোহাম্মদ
দেখে যাও কিভাবে ফেলানির লাশ ঝুলছে কাটাতারের বেড়ায়
দেখে যাও কিভাবে রাজপথে আজ চলছে লাশের মিছিল
শুনে যাও মা-বোনের আহাজারি
দেখে যাও কিভাবে আজ কাঁদছে মানবতা
এসে দেখে যাও তোমরা
আমরা এখন স্বাধীন হয়েও উঠি বসি দিল্লীর কথায়
দিল্লীর শক্তিই আমাদের শক্তি
দিল্লীর সংবিধানই আমাদের সংবিধান ।
এসে দেখে যাও তোমাদের স্বাধীন উত্তরপুরুষদের দাসত্ব ।
দেখে যাও বাকশালীদের নিষ্ঠুর হত্যাযজ্ঞ
শুনে যাও স্বাধীনতার নামে স্বাধীনতা হরনের গল্প
এই বাংলায় তোমাদের রইল নিমন্ত্রন ।
বিষয়: সাহিত্য
১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন