চোখ রাঙিয়ে সব হয় ??

লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ২০ জুলাই, ২০১৩, ০৬:২১:০৪ সন্ধ্যা

এখন সব ঘটনায় সরকারর চোখ রাঙানি দেখা যায় | নিজ মত পথের বিরুদ্ধে গেলেই ভীতি প্রদর্শন শুরু হয় | তাতে কি সমস্যার সমাধান হয় ? আপাত হয়ত হয়, কিন্তু সমস্যা আরও বড় আকারে পরবর্তীতে দেখা দেয় | অথচ সমস্যাগুলো অঙকুরে বিনাশ করলে সবার জন্য মঙ্গল | অতীতের মত এখন কোটা বিরোধীদের চোখ রাঙানো হচ্ছে | এখন যদি এই আন্দোলন বন্ধ হয়, পরে কি আকারে আসবে আল্লাহ্ই ভালো জানেন | এখন কোটা সংস্কারের কথা বলা হচ্ছে, তখন যদি একেবারে বাতিলের দাবি তোলা হয় ? সেটা কি ভালো হবে ?? এজন্য সরকার চোখ না রাঙিয়ে এখনই সমাধানের উদ্যোগ নেবে, এটাই কাম্য |

বিষয়: রাজনীতি

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File