অনাগতদের কি বলব ????
লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৭:০৪:২৪ সন্ধ্যা
স্নিগ্ধ শীতল হাওয়া বইছে
ভেসে আসছে ফুলের ঘ্রান
আকাশে ভাসছে ফুটফুটে চাঁদ।
জ্যোৎস্না আলোকিত এমন রাতেও বিসন্ন মন।
চিন্তাক্লিষ্ট এই মনকে কিছুতেই ফেরাতে পারছিনা ।
ফেরাতে পারছিনা স্বাভাবিকতায় ...
মনে একটি প্রশ্নই ঘুরে আসছে
কি উত্তর দিব আমি অনাগতদের ???
কোন লজ্জায় মুখ দেখাব তাদের ???
ভাবছি, ভাবছি শুধুই ভাবছি।
ভাবছি আমার আগামীদের বলব
আমাদের বিরত্ত্বের কথা
বলব তিতুমির, শরিয়তুল্লাহর সংগ্রাম
সেই বালাকট, একাত্তরের ইতিহাস।
বলব আমাদের আত্মত্যাগের কথা।
সহসাই একটি মুখ বদলে দেয় সবকিছু।
স্মরন করিয়ে দেয় অনাগতদের প্রশ্নবানের কথা।
তারা যদি প্রশ্ন করে, নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো কি তোমাদের আত্মত্যাগ ???
পারিনা এর উত্তর দিতে, ভেসে উঠে একটি মুখ
মনে পড়ে ইতিহাস, ঘটনাবলী
কিভাবে হল কাদের মোল্লার ফাঁসি ।
ভাবছি আগামীদের বলব, আমার স্বাধীন বিচার বিভাগের কথা
বেশিদূর এগোতে পারি না ।
জবাব কিছু আসেনা মনে
মনে পড়ে সেই স্কাইপে কেলেংকারী
মনে পড়ে সেই ইতিহাস, সেই ঘটনাবলী
কাদের মোল্লার ফাঁসি ।
আশায় বুক বাঁধি,বলব এবার আমার দেশের সংবিধানের গল্প
এবার দ্রুত নিরাশা মনে স্থান করে নেয়
মনে পড়ে সেই পঞ্চদশ সংশোধনী
মনে পড়ে সেই কলংকের ঘটনাবলী
ভেসে উঠে মানসপটে
কাদের মোল্লার ফাঁসি ।
বিষয়: সাহিত্য
১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন