শিয়াল মামার কাব্য
লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ১৯ নভেম্বর, ২০১৩, ০৪:৪৩:৫৩ বিকাল
আসছে দিন যাচ্ছে দিন
যাচ্ছে সময় কেটে
মোদের নিয়ে হায়েনার দল
আছে খেলায় মেতে ।
খেলছে তারা আগুন নিয়ে
খেলছে মোদের জীবন নিয়ে
নেইকো পিছুটান ।
ভাবছে না কেউ কেমন করে
সুখে সবার দিন যাবে
থাকবে সবার মান ।
আমরা সবাই আমজনতা
হয়ে আছি শিয়াল মামা
দেখছি চেয়ে হায়েনার
ইনসাফী বন্টন নীতি ।
অসহায়ের মত মোরা
খুঁজে ফিরি পানির কুয়া ।
সময় মত সুযোগ পেলে
কুয়ার মাঝে দেব ফেলে
সেই হায়েনাকে ।
বিষয়: সাহিত্য
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন