আমরা কি ভারতীয় হচ্ছি ????

লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ০৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৩২:৪০ রাত

কাল ভোট !!!! আপনি চুপচাপ !!!! ভাবছেন কয়েকদিন পর সরকার আরেকটি নির্বাচন দিবে !!! আপনি ভুল করছেন । আওয়ামীলীগের নিজেরও এই বিষয়ে কোন নিয়ন্ত্রন নেই। সবকিছুই হচ্ছে ভারতের পরিকল্পনা মাফিক । সিকিমের পথেই হাটছে বাংলাদেশ । ইতিহাস সেটাই বলে। জামায়াত-শিবিরকে আপনি একাত্তরের ভুমিকার জন্য পছন্দ করেন না । সেজন্য চুপচাপ আছেন । কিন্তু আপনার সেই ত্রিশ লক্ষ শহীদ কিংবা মা- বোনের ইজ্জতের কোন মুল্য থাকছে না । কারণ আপনি খুব শীঘ্রই ভারতের বাসিন্দা হতে চলেছেন । আপনার স্বাধীনতার পাশাপাশি সার্বভৌমত্ব হারাতে বসেছে । জামায়াত-শিবিরকে পছন্দ করেন আর না করেন, এখন যদি জাগতে না পারেন, রাজনীতির গতিপথ বদলাতে না পারেন তবে খুব শীঘ্রই আপনাকে জাতীয়তা ভারতীয় লিখতে হবে। সংবিধান সংশোধন করে গনভোটের বিধান রহিত করে সেই ব্যবস্থা আগেই পাকাপোক্ত করে রাখা আছে । বুবুজানের কথা ভাবছেন ??? তিনি মুখ্যমন্ত্রীতেই খুশি । যদিও প্রয়োজন ফুরালে লাথি মেরে তাকেও ফেলে দেয়া হবে, তবে তা বুঝার ক্ষমতা তার নেই । এখন সর্বাত্মক আন্দোলনের কোন বিকল্প নেই ।

বিষয়: রাজনীতি

১৬৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159019
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
বিন রফিক লিখেছেন : ঠিক বলেছেন
159061
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
সাঈদ রাহমানী লিখেছেন : মনে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File