গোদের উপর বিষফোড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ নভেম্বর, ২০১৩, ০৭:৪০:১২ সন্ধ্যা
গোদের উপর বিষফোড়া
হায়রে ব্যাথা চরমে
দেখলে গদি আতকে উঠে
কয়না কথা শরমে![]()
না পারে বসতে আহা
না পারে শুইতে
বুবুর হইল বেহাল দশা
না পারে আর রইতে![]()
দাদার কথায় আকড়ে গদি
ছিল এতকাল
বিষ ফোড়াটাই কাল হল
এমনই কপাল![]()
রান্ধে বুবু কান্দে বুবু
গদীর ভীষণ মায়া
ভয়ে বুবু আৎকে উঠে
দেখলে নিজের ছায়া
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন