সিলেট-৬

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ নভেম্বর, ২০১৩, ০৭:১৮:১২ সন্ধ্যা

সিলেট-৬ বিভাগীয় আসন

সরকারের কাছে থাকে তার অনেক যতন।

তারপরও অবহেলিত এই আসন।

সঠিক নেতা নির্বাচনে ভুল যার কারণ।

নির্বাচনের আগে বলে বড় বড় কথা ,

এমপি হলে বুঝা যায় সব ছিল বৃথা।

২০০৮ এ নুরুল ইসলাম নাহিদ হয়েছিলেন এমপি ,

যার সুবাদে হয়েও ছিলেন মন্ত্রী।

নির্বাচনের পূর্বে করেছিলেন যেসব ওয়াদা ,

মন্ত্রী হয়ে করেন নি তা রক্ষা।

ঘরে ঘরে গ্যাস ,বিদ্যুত কেন্দ্র স্তাপন,

মন্ত্রী হয়ে ছিলনা তার স্বরণ।

চন্দরপুরের ব্রিজ ,দ্বিতীয় কুড়া সেতু চালু ,খটলিপাড়ার রাস্তা ,

ভোট দিয়েছিলাম নাহিদ সাহেবের উপর রেখে আস্তা।

কিন্তু কিছুই হলো না।

কৈলাশটিলা গ্যাস ফিল্ডে স্তানীয় দের চাকরি ,

গ্যাসের আয়ের ৩০ ভাগ উন্নয়নে লাগবে কাজে

এগোলো সব ছিল কথা তার বাজে।

তিলপাড়ার রাস্তা নিজ উদ্ধোগে জনগণ করেছে ,

সেটা আমাদের মনে আছে।

ঢাকা দক্ষিন ডিগ্রী কলেজ ,এমসি একাডেমি।

ওয়াদা করে করা হয়নি সরকারী করণ ,

ছাত্র সমাজ রেখেছে তা স্বরণ।

সভা সমাবেশে বলেছিলেন নাহিদ

কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে রাখবেন ভুমিকা।

এমপি থেকে মন্ত্রী হলেন তারপর ও মুখে মেরেছিলেন বড় তালা।

এবার বুঝবা নাহিদ সিলেট -৬ এর টেলা।

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File