তোমরা যারা এয়ারটেল সিম ব্যবহার কর!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ১৬ নভেম্বর, ২০১৩, ০৭:০২:৪২ সন্ধ্যা

গতকাল রাতে গুলশান দুই এ দাড়িয়ে ছিলাম বাসের জন্য।পাশেই হোটেল ওয়েস্টিন সংলগ্ন মাঠে এয়ারটেল থ্রীজির কনসার্ট চলছিল।প্রায় আধাঘণ্টা দাড়িয়ে ছিলাম ওখানে।এই সময়ের মধ্যে একটা বাংলা গানও কাওকে গাইতে শুনলাম না!সব হিন্দি গান চলছে!প্রচণ্ড রাগ হল।আমাদের দেশের শিল্পীর গান কি ভারতের কনসার্টে কেও গায়?ঐসব গানের মান কি তোর দেশের পল্লীগীতি,ভাওয়াইয়া,জারি-সারি-ভাটিয়ালি গানের চাইতে উন্নত?তাহলে কেন আমরা নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতিতে গা ভাসিয়ে দিচ্ছি!

এয়ারটেল এর প্রতি আমার ক্ষোভের আরও কারন আছে।তারা বাংলাদেশকে কোন স্বাধীন দেশই মনে করেনা!ভারতেরই অংশ মনে করে!যেমন তারা অনেকটা এ টাইপের ম্যাসেজ পাঠায় --ক্যাটরিনা,দীপিকা এদের ছবি ডাউনলোড করুন!প্রশ্নের উত্তর দিয়ে সনি লিওনের সাথে ডিনার করুন!শাহরুখ খান,সালমান খানের ছবি ডাউনলোড করুন!শচিন,শেওয়াগের ছবি ডাউনলোড করুন!ইন্ডিয়ার লাইভ স্কোর জানতে ক্লিক করুন!অদ্ভুত!কিরে ভাই!বাংলাদেশে কি একটি স্বাধীন ভূখণ্ড নয়!এদেশের কি কোন নায়ক-নায়িকা বা খেলোয়াড় নাই!



আমার অনেক আগের একটা এয়ারটেল সিম আছে।দুই-একদিনের মধ্যেই ঐটার হাড়গোড় ভেঙ্গে দিব ইনশা'আল্লাহ।এয়ারটেলের সাংস্কৃতিক আগ্রাসনের লোলুপ থাবা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে।এয়ারটেলকে বয়কট করা এখন সময়ের দাবি!

আর তোমাদের বলছি!তোমরা যারা দেশের সংস্কৃতিকে নিয়ে নাক সিটকাও !হিন্দি ছাড়া তোমাদের যাদের পেটের ভাত হজম হয়না!তোমরা যারা নিজেদের স্বতন্ত্র সংস্কৃতিকে অন্য সংস্কৃতির কাছে বিলীন করে দিতে চাও,তোমাদের জন্যই মধ্যযুগের কবি আবদুল হাকিম বলেছেন,

'যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী,

সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি।'

বিষয়: বিবিধ

১৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File