বাশার আল আসাদ বনাম আইএসআইএস
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৬:৫৯ দুপুর
সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০১৪ এর সেপ্টেম্বর পর্যন্ত বাশার আল আসাদ এবং আইএস এর হাতে কতজন সাধারণ মানুষ এবং কতজন নারী ও শিশু নিহত হয়েছে তার একটি পরিসংখ্যান...
আইএসএস এর হাতে যারা নিহত হয়েছে....
সাধারণ মানুষ: ৮৩১ জন (আটশত একত্রিশ জন)
শিশু: ১৩৭ জন (একশত সাইত্রিশ জন)
নারী: ৮১ জন (একাশি জন)
নির্যাতনে মারা গেছে: ১৩ জন (তের জন)
বাশার আল আসাদ এর হাতে যারা নিহত হয়েছে....
সাধারণ মানুষ: ১২৪৭৫২ (একলক্ষ চব্বিশ হাজার সাতশ বায়ান্ন জন)
শিশু: ১৭১৩৯ জন (সতের হাজার একশত উনচল্লিশ জন)
নারী: ১৫২৭৮ জন (পনের হাজার দুইশত আটাত্তর জন)
নির্যাতনে মারা গেছে: ৫৬৪৪ জন (পাঁচ হাজার ছয়শত চুয়াল্লিশ জন)
২০১৫ সালের জানুয়ারি মাস থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত বাশার আল আসাদের হাতে নিহত হয়েছে ১৮০৪ জন শিশু আর আইএস এর হাতে নিহত হয়েছে ১০৪ জন।
গত মাসে সিরিয়ার ৫৪ টি স্থানে সাধারণ মানুষের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে যার মধ্যে ৪৩ টি পরিচালনা করেছে বাশার আল আসাদের বাহিনী আর ১ টি পরিচালনা করেছে আইএসএস।
সুত্রঃ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস
এই পরিসংখ্যানই বলে দেয় আসাদের সন্ত্রাস আইএস চাইতেও কতটা ভয়াবহ!আমরা কেবল একচেটিয়া আইএস এর বাপারেই লিখালিখি করি কিন্তু আসাদের সন্ত্রাসকে এড়িয়ে যায়।আইএস এর বিরুদ্ধে দশটা লিখা লিখলে আসাদের বিরুদ্ধে অন্তত একটা লিখা দেওয়া প্রয়োজন।আইএস এর পাশাপাশি গণহত্যাকারী বাশার আল আসাদের বিরুদ্ধেও বিশ্ববাসীর সোচ্চার হওয়া দরকার।
বিষয়: বিবিধ
১৬৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটা ভিডিওতে দেখলাম- আসাদ বাহিনী একজন কে 'লা ইলাহা ইল্লাল আসাদ'বলতে চরম নির্যাতন করছে!
আইএসের চেয়ে আসাদগং ভয়ংকর অপরাধ করছে সিরিয়ায়!!
মন্তব্য করতে লগইন করুন