বুকের ভিতর টকশো ভীষণ জ্বালায়রে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ নভেম্বর, ২০১৩, ০৩:০১:১৭ দুপুর



নরসিংদী রুটের বিআরটিসি বাস

আজিম পুরে গেল কি করে!

সেই বাসে আগুণ দিল নুরুল কবিরে

এমন করে গোমর ফাঁস করে দিলেরে

জ্বলেরে জ্বলেরে জ্বলেরে

বুকের ভিতর পরাণ আমার জ্বলেরে।।

I Don't Want To See

এত চমক, এত ধমক

এত চ্যানেল দিলাম বন্ধ করে

ডানের ভিতর বাম ঢুকাল ফরহাদ মজহারে

ইটিভিটা জমিয়ে দিল মনির হায়দারে

নবনিতা জমেনা আর চ্যানেল একাত্তরে

জ্বলেরে জ্বলেরে জ্বলেরে

বুকের ভিতর পরাণ আমার জ্বলেরে।।

Rolling on the Floor

ভাগ্য ভাল মাহমুদুর রহমান ধুকছে কারাগারে

পিয়াস করিম, আসিফ নজরুল গেছে বার বেড়ে

দেশ এখন ভাসছে দেখি জাতিয়তাবাদের জোয়ারে

এমন জ্বালায় পুড়ছিরে ভাই সইব কেমন করে

প্রয়োজনে পুরবো জেলে সব শালারে

জ্বলেরে জ্বলেরে জ্বলেরে

বুকের ভিতর পরাণ আমার জ্বলেরে।।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File