ফিরে যাচ্ছি ! (১) [টুইন কাব্যের ১ম টি]

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৪ নভেম্বর, ২০১৩, ০২:৫৬:১১ দুপুর



যাচ্ছি আমি, চলে যাচ্ছি !

তোমারি ধোঁকার আঙ্গিনা ছেড়ে

যাচ্ছি আমি, ফিরে যাচ্ছি !

আমারি মাওলার প্রেম নীড়ে

.

ইনশাআল্লাহ্‌, পড়বে না তো আর কোন ছায়

তোমারি মিথ্যা-কৃত্রিম ঝিলমিল আঙ্গিনায়

থাকবে না তো আর, সরব উপস্থিতি !

নিয়ে জাগতিক মোহ; তোমারি পাড়ায়

.

ক্ষমা চাই মহান প্রভুর কাছে

যা ছিল ভুল, নফসের ধোঁকায়

করোনা না তো আর স্মরন মোরে

তোমারি ভ্রান্তি-কুমন্ত্রনার বাগিচায়

.

যা ছিল ভুল ও পাপের কথা-কাজ

করছি স্বীকার, তা শুধু আমার নিজেরি

দিব না তো কোন দোষ তোমায়

আমি যে সদা ভুলের আভারি

.

থাকো নিয়ে মালিকের ক্রোধময় ক্ষন

আমাকে আর তোমার দলে টেনোনা !

থাকো নিয়ে সুখ মরিচিকায় যত জন

আমি আর অংশীদার হতে চাইব না !

.

নিবেদন; ভেবোনা তো মোরে আর

আমিতো তোমার পথের পথিক নই !

আছে এবং খুঁজে পাবে তুমি, নিশ্চিতই

চাহিদামাফিক বহুজন; জগত বিভুঁই !

.

আলহা'মদুলিল্লাহ্‌ ! আমি আছি মহাসুখে

আমার প্রতিপালকের প্রেমময় রাজ্যে

পাচ্ছি সুকুন, করছি শোকর আদায়

সদা, অপার আনন্দের আতিশয্যে

.

এরপরেও, ক্ষণে ক্ষণে আসবে জানি !

এই মহা পাপী-তাপী বান্দার স্মরন

করজোড়ে, বিনীত অনুরোধ করি !

এসোনা করতে আবার, পাপে মগন !

_______________________________________________

রচনাকালঃ ০১.০৬.২০১৩ ইং

উৎসর্গঃ টুইন আপুদ্বয়কে, যারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের অধিকারিণী

[ আমার ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগwww.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File