সুড়সুড়ি বুবু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ অক্টোবর, ২০১৩, ১২:৩০:৪০ দুপুর
বুবুর হিন্দি ফিল্ম প্রীতি আছে সেটা সবাই জানে, তার প্রভাব কিছুটা পড়বে চাল চলনে কথা বার্তায় তাতো স্বাভাবিক, এই যেমন ধরুন হিন্দি ফিল্মে মার মার কাট কাট দৃশ্যগুলো আরো অনেক আধুনিক হয়েছে, বুবুর মার মার কাট কাট এর কাজকারবার অবশ্য হিন্দি ফিল্মকে হার মানিয়েছে
এবার আসুন হিন্দি ফিল্ম এর লজ্বাদায়ক বিষয়গুলো, নায়ক নায়িকার পোষাক আষাক, চাল চলন দিনে দিনে খোলামেলা হচ্ছে, আরো রোমান্চায়িত হচ্ছে দিন দিন, না না বুবুর পোষাক আশাকে কিন্তুর হিন্দি ফিল্ম এর কোন প্রভাব নেই, তবে কথাবার্তায় দারুণ প্রভাব, ইদানিং যেসব বক্তিৃতা দিচ্ছেন সেগুলো এক্স-টু ক্যাটাগরীতে ফেলানো যায়, দর্শকরাও ভাল উপভোগ করছে, হাত তালির সাথে হয়তো সুড়সুড়িও অনুভব করছে
কথা হল একটা জাতিকে সুড়সুড়ি দিয়ে উন্মাদ করা কি আদৌ উচিত হচ্ছে!!
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন