বিরোধীদলীয় নেত্রী আপনি মহান তাই ক্ষমা করতে পারেন
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ অক্টোবর, ২০১৩, ১২:২৯:২২ দুপুর
মিডিয়া দলন ও দলীয়করণ দুটোতেই পটু এই সরকার!
পছন্দ না হলে দমন, পছন্দ হলে উপঢৌকনসহ পৃষ্ঠপোষকতা- এই চলছে গত সাত বছর ধরে। দেশী-বিদেশী মিডিয়ার মধ্যে ভিন্নমতাবলম্বী কেউ থাকলেই তাকে দলিত করা হয়েছে। সবার নিশ্চয়ই মনে আছে, ফেসবুক এবং ইউটিউব সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
১. চ্যানেল ওয়ান, দিগন্ত, এবং ইসলামী টিভি বন্ধ করা হয়েছে।
২. পাঠকপ্রিয় আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছে এর সম্পাদক মাহমুদুর রহমানের উপর চলছে নির্যাতন।
৩. সোনার বাংলাদেশ ব্লগ ওয়েবসাইট বন্ধ করা হয়েছে এর পরিচালককে জেলে আটকে রাখা হয়েছে।
৪. বিরোধীদলীয় নেত্রীর সাক্ষাৎকার গ্রহণের জন্য সাগর-রুনীকে হত্যা করা হয়েছে।
গণভবনে বসে মিডিয়া নিষিদ্ধ/নিয়ন্ত্রণ করা খুব সোজা, কিন্তু এর ফলে যে মিডিয়ানির্ভর জীবিকা বিপন্ন হয় তা বুঝা এবং হাজার হাজার মিডিয়াশ্রমিকের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়- তা অনুধাবন করা অত সোজা না।
বিরোধীদলীয় নেত্রী আপনি মহান তাই ক্ষমা করতে পারেন, কিন্তু আর সবাই তো আমার মত---কুলাঙ্গার--কদাকার--কুকুর--
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন