দুহাত জুড়ে বলছি তোকে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:১৯:৩৮ রাত
দুহাত জুড়ে বলছি তোকে চাইছি ক্ষমা আদুরি
তোর সাথে হয়ে গেল ভীষণ রকম চাতুরী
এমন আদর করলাম তোকে খন্তি পোড়া ছেকা
সারা গায়ে এমন আদর রাখা হয়নি ফাঁকা
ভেবেছিলাম তুই মরেই বাঁচবি আর বাঁচব আমরা
সভ্যতার দোহায় দিয়ে ছিলেছি তোর চামড়া
কত খাবার ফেলে দিয়েছে খেতে দেইনি তোকে
পিঠে তোর পেট লেগেছে দেখতে পাইনি চোখে
তুই যখন নিথর হলি পড়েছিলি সাড়া শব্দহীন
ডাষ্টবিণে ছুড়ে ফেলে শোধ করেছি মানবতার ঋণ
কেন যে তুই উঠলি নড়ে মিছে বাঁচার চেষ্টা
কে নেবে তোর ভরণ পোষণ কে মেটাবে তেষ্টা
তাইতো আমাদের এই আয়োজন পাঠালাম ওপারে
মিছে কেন বাঁচার আশায় উঠলি আবার নড়ে
ভুল বুঝিসনা আদুরী তুই পৃথিবীটা তোর নয়
কে রেখেছে এমন নাম তোর বুঝতে কষ্ট হয়
পৃথিবীটা নযতো সবার কারও জন্য স্বর্গ
আদুরীরা এখানে কেবল জিন্দা লাশের মর্গ
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন