ছিচ কাঁদুনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৪:৪০ দুপুর
আর কেঁদনা, অভিনয় করনা
মিথ্যার বেশাতি করে যারা
কান্না মানে ছলনা।।
অভিমানী মন তোমার
ভাগভাটোয়ারাই পড়েছে কম
তাই বুঝি কেঁদে কেটে
করছ এত ঢং।
আর করনা, এসব ছলনা
তোমরা কি ভেবছ
আমরা কিছু বুঝিনা।।
জেনে রেখ ক্ষনিকের পাখী
কর যত চাতুরী আর চালাকি
মিথ্যা দিয়ে সত্য কখনো
ঢেকে রাখা যায়না।।
বিষয়: বিবিধ
২০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন