শুভ সংবাদ! শুভ সংবাদ!!

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৩:৫২ দুপুর



প্রিয় সহযোদ্ধা লেখক ভাই-বন্ধুরা!

আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সংগে জানানো যাচ্ছে যে কমিউনিটি ব্লগার ফোরাম(সিবিএফ) এর উদ্যেগে আমাদের সম্মানিত সকল অনলাইন ব্লগার, একটিভিস্টদের মেধা ও মননশীলতাকে আরে পরিপক্ক করার জন্য একটি সৃজনশীল 'লেখা প্রতিযোগিতা'র আয়োজন করা হয়েছে।

লেখার বিষয় বস্তু:

০১. আমাদের ঐতিহ্য সংস্কৃতি।

০২. বিদেশি কালচারের বাধাহীন আগ্রাসন।

০৩. হলুদ মিডিয়ার মিথ্যাচার।

০৪. ধর্মীয় মূল্যবোধ।

উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারেন প্রবন্ধ-নিবন্ধ, গল্প, ছোট উপন্যাস।

লেখার আকার নিয়ে চিন্তার কিছু নেই। লিখুন প্রাণ খুলে। নির্বাচিত সেরা দশজন লেখককে আর্কষণীয় পুরস্কার দেওয়া হবে।

এরপর সেরা লেখাগুলো অনলাইনের পাশাপাশি জাতীয় মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিকসহ বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছাপার ব্যবস্থা করা হবে। আর আগামী বই মেলার আগেই 'খান প্রকাশনী'র সৌজন্যে বই আকারেও প্রকাশের উদ্যেগ নেয়া হবে।

অতএব দেরি কেন?

কলম নিয়ে তৈরী হয়ে যান। সিবিএফ বিশ্বাস করে সমাজ বদলের জন্য দরকার নির্ভীক বুদ্ধিদীপ্ত কলম সৈনিক।

লেখা পোষ্ট করুন আমাদের পেজে।

ধন্যবাদ সবাইকে।

আগ্রহীদেরকে আমাদের পেজে লেখা পোষ্ট করার পর ইনবক্স করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

https://www.facebook.com/bdcbf

বিষয়: বিবিধ

১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File