ইদুর বিড়াল খুনসুটি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:১৮:১৭ বিকাল



Sumaiya Sumaiya Barkatullah

খাটের তলে নেংটি ইঁদুর, কুট কুট কুট

বিড়ালছানা বলল এসে, ফুট ফুট ফুট

নেংটি ইঁদুর রেগে বলে, ফুটব আমি ক্যান

রেগেমেগে বিড়ালছানা, হারিয়ে ফেলে জ্ঞান

--------------------------------------------

উপরের ছড়া থেকে নিচের ছড়াটার জন্ম

--------------------------------------------

ইদুর বিড়াল খুনসুটি

-------------------------বাকপ্রবাস

কুট কুট কুট ইদুর ছানা কাটে বই পুস্তক

হঠাৎ দেখে থমকে দাঁড়ায় কালো বিড়ালের মস্তক

একটি বিড়াল ডাকে আয় মিয়াও মিয়াও মিয়াও

আয়না কাছে ইদুর ছানা খাব কোর্মা পোলাও

হেসেই মরে ইদুর ছানা কুট কুট কুট

মিষ্টি কথায় কাজ হবেনা ফুট ফুট ফুট

বিষয়: বিবিধ

১৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File