আমার বিচার হোক

লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৩:৫৮ রাত

আমি কাপুরুষ, নিবীর্য্য, অপদার্থ

যখন তোমার নিথর দেহ ঝুলে ছিল কাটাতারে

তখনো আমি নির্বিকার।

কাধে তুলে নিতে পারিনি মেশিন গান

কিংবা ঘৃণার একটি ঢিলও ছোড়তে পারিনি

পার করে বিষাক্ত কাটাতার।

আমি বোকা

ঘাতকের কাছে জানিয়েছি বিচারের ফরিয়াদ

হেসে লুটোপুটি খায় জল্লাদ

সাহস তো নেই বুকের পাঠায়

কেদে কেদে করি শোক

তোমার ঘাতকের বিচারের আগে

আজ আমারই বিচার হোক



বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File