মানজিলে মাকসুদ

লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০১:০২ রাত

অনেক তো হাটলাম পথ

কোথায় সেই মানজিলে মাকসুদ

বন্য শাপদের বিভৎস আওয়াজ

এখনো ভেসে আসে ইথারে

আপাদমস্তক ক্ষত-বিক্ষত

তবুও অটুট মনোরথ।

সেই মায়াবি লোকালয়

জল কাখে বোনেরা বাড়ি ফিরে আসে

আধার নেমেছে চোখে

তবুও দেখতে পাই ঘরের দেউড়িতে

জ্বলে সন্ধা-প্রদীপ, কেটে যায় ভয়।

রাত নেমেছে নিকষ কালো

জীবনের সলতায় রক্ত মেখে

তাতেই আজ জ্বালবো আলো

ভয় নাই, ওরে ভয় নাই

যিন্দেগানীর এই যুলমত

হবেই তামাম শোধ

দেখব চোখে রাত পোহালেই

মানজিয়ে মাকসুদ

বিষয়: বিবিধ

১৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File