আমার লাগবে সাতটি অমরাবতী
লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ০৩ অক্টোবর, ২০১৩, ১২:৫৬:৫৪ রাত
আজকে কলাভবনের নীচ তলায় এক আপুকে দেখলাম কোলে একটা বেবী নিয়ে বসে আছে। আপুকে দেখে মনে হল থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে পড়েন। আল্লাহই ভাল জানে। তবে আমার বিশ্বাস কোলের বেবীটা তারই। ভেরী নাইস বেবী। এত্ত কিউট যে দেখলেই মন চায় উম......মম.....মাহ।
মন চাচ্ছিল কোলে নিয়ে আদর করি। আমি কি গিয়ে বলবো, আপু আপনার বেবীটা খুব সুন্দর, ওর নাম কি, দেখি, আমার কোলে একটু দেনতো। নাহ... জড়তা কাটিয়ে উঠতে পারিনি। শুধু চেয়ে চেয়ে দেখেছি। মুখ হা করে ঠোট ভেঙ্গে এক টুকরা হাসি। জগতের সব রঙ্গিন কল্পনা যেন এ হাসিতেই আঁকা রয়েছে।
আচ্ছা, একটা বেবীতো আমিও পেতে পারি। ইফ সামওয়ান হেল্প মী।
কেউ কি আছো, আমার উঠোনে ছড়িয়ে দেবে সাতটি অমরাবতী
বিষয়: বিবিধ
১৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন