যেতে দাও
লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ১৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৫১:৫৮ রাত
হে প্রেয়শী, তুমি কি শুননা মজলুমানের ডাক,
দজলা-ফুরাতে রক্ত নদী এখনো বহে যে।
কাঁদে অসহায় নর-নারী পৃথিবীর প্রান্তরে,
আফগান, আরাকানে বিশ্বমানবতা দহে যে।
তবু কেন এই মেহেদী রাঙ্গা হাত,
এজিদ বাহিনী চিৎকার করে ময়দানে।
হোসাইনকে রাখবে কি বেঁধে তব আলিঙ্গনে।
উষ্ণ ঠুট আর কোমলতা নয়,
দু হাতে জুলফিকার তুলে দাও।
মজলুম জনতা হোসাইনের পথ চাহে যে।
* জুলফিকার, হযরত আলী রা: এর তলোয়ার
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন