আবার শ্লোগান হবে
লিখেছেন লিখেছেন বিষুব আহমেদ ২৪ জুন, ২০১৪, ০৪:২৬:৪৪ রাত
আবার দাঁড়ালাম এসে
খুনরাঙা এই রাজপথে,
রক্ত-শপথ এবার।
আবারো হবে শ্লোগান
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখনো পাঁজরে বহে তপ্ত লহু,
খুজে ফেরে সাকী, শাহাদাতের পেয়ালা হাতে
তবু কেন তুমি চুপ রহো।
এবার বজ্রকঠিন আঘাত হবে
আল্লাহু আকবার শ্লোগান হবে।
মসনদ কাঁপে জালিমশাহীর
আওয়াজ উঠেছে নয়া আজাদীর।
আমার নেতার কিছু হলে
তোদের লীলা এবার সাঙ্গ হবে।
রাজপথে আবার, আল্লাহু আকবার
দ্বীপ্ত শ্লোগান হবে।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বীপ্ত শ্লোগান হবে।"
ইন-শাহ-আল্লাহ.........
মন্তব্য করতে লগইন করুন