আমার মেয়ে আমার ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৭:৪৮ রাত
আমার মেয়ের "উমামা" বয়েস মাত্র ২ বছর ৫ মাস, মাসেআল্লাহ কথা বলছে খুব সুন্দর সুন্দর, সবাইকে হাসাচ্ছে এটা ওটা বলে, তবে একটু আগে যে নিউজটা পেলাম সেটাতে আর হাসা গেলনা, আমি আতংকিত, কেননা বউ এর সাথে ফোনে কথা বলতে গিয়ে জানতে পারলাম, উমামা ফাঁসি চাই ফাঁসি চাই বলে ঘরে ঘুরে বেড়াচ্ছে, জামাত শিবির করার সৌভাগ্য বা সেই নৈতিক ইসলামি ঈমান আমার নাই, আমি পারিনা তাদের মতো করে শুদ্ধ ইসলামি জীবন যাপন এর, তবে তাদের সমর্থন করি, আমি তাদের দিয়ে একটা সুন্দর ইসলামি সমাজ নির্মাণের স্বপ্ন দেখি, সেই সূত্রে আমাকেও কেউ যদি রাজাকার বলে আমি সম্মানিত বোধ করব নির্দ্ধিধায়, এদিকে মিডিয়া আর বাম নাস্তিকরা যেভাবে মিডিয়াতে নর্তন কুর্দন শুরু করে দিয়েছে তার প্রতিফল শুরু হয়ে গেছে, আমার মেয়েকে এখনি স্বরবর্ণ বা ব্যাজ্ঞন বর্ণের বই তুলে দেবার সময় হয়নি কিন্তু তার মুখ দিয়ে মিডিয়া বলিয়ে ছেড়েছে ফাঁসি চাই ফাঁসি চাই, আমাদের ভাবি প্রজন্ম নিয়ে আমি রীতিমত শংকিত!!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন