ফাল্গুন
লিখেছেন লিখেছেন মায়াবিনী ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৩:৩২ রাত
ফাল্গুন,
আবিরের ছোয়া
কৃষ্ণচূড়ার ডালে ডালে
লালে লাল
থোকায় থোকায় ফুল।
গাছের কচি পাতা
হালকা সবুজে ভরপুর,
চোখের ক্লান্তি দূর।
ঝিরি ঝিরি হাওয়ায়
সরিসার ক্ষেতের হলুদ মায়ায়,
আবেগ জড়ানো হৃদয়।
কোকিলের কুহু ডাক
মহুয়ার নেশাক্ত ঘ্রাণ
এনে দেন প্রাণ।
শুরু হয় ফাল্গুন
জেগে ওঠে চির চেনা
বসন্ত দিন।
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন