একুশে বই মেলায় যাই বাবার সাথে
লিখেছেন লিখেছেন মায়াবিনী ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫১:৫৭ দুপুর
দৃশ্যঃ১ (দিন)
স্থানঃম্যাডামের বাসার দরজায় আনিশা(ক্লাস ফাইভ)।
একটা হাত কলিংবেল চাপবে।
ম্যাডামঃআসসালামুআলাইকুম আনিশা।কেমন আছ?
আনিশাঃভিতরে ঢুকতে ঢুকতে ওয়ালাইকুম সালাম।আলহামদুলিল্লাহ কেমন আছেন মিস?
ম্যাডামঃআলহামদুলিল্লাহ।
পড়ার ফাকে
একবার জিঞ্জাস করবে
আনিশা তুমি
একুশে বই মেলায় গিয়েছিলে?
আনিশাঃনা মিস এখন যায়নি।বাবা বলেছেন আমাকে নিয়ে যাবেন।
পড়া শেষে আনিশার বাবা ম্যাডাম বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য ফোন করে।
(মোবাইলে বাবা মেয়ের কথপকথন)
আনিশাঃআসসালামু আলাইকুম বাবা তুমি কোথায়?
বাবাঃওয়ালাইকুম সালাম।মা আমি তোমাকে নিতে আসছি?
আনিশাঃবাবা আজকে আমাকে বই মেলায় নিয়ে যাবে?
বাবাঃ না মা কালকে নিয়ে যাব।
আনিশাঃআজকের মত যদি কালকেও বৃষ্টি হয় তাহলে আমরা যাব কি ভাবে বাবা।
বাবাঃকোন চিন্তা নেই।
আমি তোমাকে রেইনকোট পড়িয়ে নিয়ে যাব।
আনিশাঃবাবা আমি কিন্তু অনেকগুলো বই কিনব।
বাবাঃঠিক আছে মা।আল্লাহ হাফেজ।
৫ মিনিট পর কলিংবেল বেজে ওঠে।আনিশাকে নিতে এসেছে ওর বাবা।আশ্চর্য একটা বন্ধন পাঁচ মিনিট পূর্বে মেয়ের প্রতিটি শিশুসুলভ প্রশ্নের উত্তর দেওয়ায় মেয়ের মুখে তৃপ্তির হাসি পাশাপাশি বাবাও খুশি।
দৃশ্যঃ২ দিন
পরের দিন ঝলমলা রোদেলা সকালে বাবা মেয়ের হাত ধরে যাচ্ছে শাহবাগের বই মেলায়।
বিষয়: বিবিধ
১৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন