মনমরা বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মায়াবিনী ০৫ মার্চ, ২০১৩, ০৪:১২:৪৭ রাত
বাংলাদেশ
তোমার কি মন খারাপ
আমার মতন.....
সন্তান হারা মায়ের কান্না শুনে?
বসন্তের রং কি তোমায় রাঙ্গিয়ে তোলেনি
বাসন্তি শাড়ির রং রূপে?
গাছে গাছে
কচি সবুজের মাঝে কৃঞ্চচূড়ার লালের ফাঁকে ফাঁকে
সূর্য দাদার
আবির রাঙ্গা আভা সাজিয়ে তোলেনি তোমার চেতনাকে?
মায়ের কোলে ছোট্টবাবুর বাঁকা হাসির
ছন্দ দোলায়,
ছন্দ খেলায় ভাবিয়ে তোলে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যত
ঘিরে আছে আমাকে?
ঐ দামাল ছেলেটির স্বপ্নগড়া পৃথিবীকে
এক নিমিশে নির্মমভাবে কোন মাটির গহ্বরে ছুড়ে ফেলছ তুমি বাংলাদেশ ?
আজ দেখ
মনমরা পাখির কন্ঠে বেদনার সুর বেজে ওঠেছে
রিং টোনে?
পিশাচদের রক্তের নেশা থামব
বলে এই নিঝুম রাতে?
শান্তিদূত দুরে.....
হাতছানি দিয়ে ডাকছে
বেশি দূরে নয়
সেইদিনটি
খুব নিকটে
ঘূম থেকে জেগে ওঠ
বাংলাদেশ?
রাতঃ৪.১৫
রংপুরের অদূরে পাড়া গাঁ
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন