নিঝুম রাতের আলো
লিখেছেন লিখেছেন মায়াবিনী ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৬:৩৯ রাত
নিঝুম রাত ঝি ঝি পোকার
করুণ সুরে ঢাকা,
মিটি মিটি জোনাকির
আলোয়
অপরূপ পৃথিবী দেখা,
আঁধার রাতের
মেঠো পথ
জোসনা আঁকা,
নিঃশব্দ হাটতে থাকা
গ্রামের ঘ্রাণে মাটির
মায়া মাখা।
{রংপুর
রাতঃ১.০১}
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন