কোথায় আছ নয়া প্রজন্মের ভাষা সৈনিকেরা ?

লিখেছেন লিখেছেন সত্য বয়ান ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫১:৪৯ দুপুর

বাংলার জন্য রক্ত দিলেন সৈনিকরা আর তাদের স্মরণ করা হচ্ছে ইংরেজী মাসের একটি বিশেষ তারিখে । এটা আমাদের জন্য লজ্জাকর একটি বিষয় । তাছাড়া বইমেলা করা হচ্ছে ইংরেজী মাস অনুযায়ী, বাংলার সাথে একাডেমী নামক ইংরেজী শব্দ মেশানো প্রাঙ্গণে । সুপ্রিম কোর্ট , হাই কোর্ট, জজ কোর্ট, উকিল, এবং সাইন বোর্ড সহ সকল ক্ষেত্রে ইংরেজী ও হিন্দীর আগ্রাসন চলছে রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় । আন্তর্জাতিক মাতৃভাষার সাথে ইনষ্টিটিউট লাগানোর কী দরকার ? এর মানে আমি ইংরেজির বিরোধী নই , বরং আমি ভাষার সঠিক ব্যবহার চাই । এমন জগা-খিচুরি মিশ্রণের ফলে শুধু বাংলার বিকৃতিই হচ্ছেনা বরং ইংরেজী , হিন্দী , আরবী প্রভৃতি ভাষার ও বিকৃতি ঘটছে ।

তাই আমরা ফেসবুকে নতুন প্রজন্মের ভাষা আন্দোলনের জন্য , শুধু বাংলা ই নয় সকল জাতির মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় অধিষ্ঠিত করার লক্ষ্যে একটি পেজ / পাতা খুলেছি । যার লিংক হলো -

Click this link

সুতরাং এই ঠিকানায় আপনাদের উপস্থিতি, মতামত এবং লাইক আশা করছি ।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File