ব্লগারদের ভালোবাসায় সিক্ত সত্য বয়ান
লিখেছেন লিখেছেন সত্য বয়ান ২৬ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৯:৩৭ রাত

আসলে নানা রকম ব্যস্ততার জন্য ব্লগিং এখন আর তেমন করা হয়ে ওঠে না। সবশেষ ব্লগে মৌলিক লেখা ছিলো মানব সভ্যতার ইতিহাসের অভিশাপ শাপলা চত্ত্বর গণহত্যা, রানা প্লাজার ঘটনার পর লেখা কয়েকটি লেখা। এরপর দীর্ঘ বিরতি। ইতোমধ্যে আমাদের প্রিয় বিডিটুডে ব্লগ হয়ে গেলো বিডিটুমোরো।
আওয়ামি লিগের একতরফা নির্বাচন, শাহবাগিদের পাকিস্তান বিষয়ক অতি আবেগি রাজনীতির ফলে না লিখে পারিনি। তাই অনেকদিন পর আবার গত ২১ ডিসেম্বর, ২০১৩ তারিখে গণজাগরণ বনাম তেহরিক ই তালেবান, গত ১৭ ডিসেম্বর, ২০১৩ তারিখে 'জারজ সংসদ সদস্য'নামা শিরোনামে দুটি লেখা প্রকাশ করি। দুটি লেখায়ই অনেক সাড়া পাই। কয়েকদিন পর ব্লগে ঢুকে আজ দেখি আমার মতো এক নগন্য ব্লগারের লেখা সর্বাধিক পঠিত তালিকার শীর্ষ স্থান দখল করে আছে। এজন্য ধন্যবাদ এই ব্লগের সব ব্লগার, পাঠককে। যারা লেখাটি পড়েছেন।
http://www.priyodesh.net
বিষয়: বিবিধ
১৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন