ছাইয়া ছাইয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ আগস্ট, ২০১৩, ১২:৪০:২৯ রাত
ভাগ্য ভাল ঐশী তুমি
পুলিশ দারোগার মাইয়া
মোল্লার ঘরে জন্ম নিলে
হইত ছাইয়া ছাইয়া
মসজিদ মাদ্রাসায় তালা পড়ত
দাড়ি টুপি ওড়ে যেত
নর্তন কুর্দনে মাথাটাও ঘুরে যেত
শাহবাগে গানা হ'ত, ছাইয়া ছাইয়া
ভাগ্য ভাল ঐশী তুমি
পুলিশ দারোগার মাইয়া
ধড়পাকড় হয়ে যেত
রাতের ঘুম হারাম হত
টকশোটা জমে যেত
প্রধানমন্ত্রী বলে দিত
রাজাকারের মাইয়া
গুণগুণিয়ে গেয়ে দিত ছাইয়া ছাইয়
ভাগ্য ভাল ঐশী তুমি
পুলিশ দারোগার মাইয়া
তেতুলের মিছিল হত
জামাত শিবির জড়িয়ে যেত
হেফজত গুটিয়ে যেত
নেতা কর্মি পালাতে হতো
বাড়ীঘর থুইয়া
নাচা হত, গানা হত
ছাইয়া ছাইয়া
ভাগ্য ভাল ঐশী তুমি
পুলিশ দারোগার মাইয়া
বিষয়: বিবিধ
১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন