ফারাক্কা বাঁধ বাংলাদেশের অভিশাপ
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২০ আগস্ট, ২০১৩, ১২:৪০:৩৬ রাত
পোস্টটি নিরপেক্ষভাবে দেখার জন্য অনুরোধ রইল।
১৯৫২ সালে সর্বপ্রথম ভারত সরকারকে পাকিস্তান চিঠি দিয়ে জানতে চায় যে তারা গঙ্গার মধ্যে বাধ দেয়ার যে পরিকল্পনায় কানাঘুষা করছে তার মুল উদ্দেশ্য কি? জবাবে ভারত সরকার জানায়, এ ব্যাপারে তাদের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে। মুলত ভারত অপেক্ষা করছিল একটি মুক্ষম সুযোগের । আর তারা তা পেয়ে যায় ১৯৬৫ সালের পর। ১৯৬৬ সালে ৬ দফা নিয়ে যখন উত্তাল দেশ, এই সময় কে কাজে লাগায় ভারত সরকার। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা পায় যখন , তখন ভারত সরকার তার পূর্ণ সমর্থন দান করে। কেননা আওয়ামীলীগ ছিল তাদের মনোনীত দল। ততদিনে রাজনৈতিক সহিংসতার মধ্যে দিয়ে দেশ অতিক্রম করছে। আর ভারত গঙ্গা নদীতে তাদের ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শেষ করে ফেলেছে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। যাতে মুখ্য ভুমিকা পালন করে ভারত সরকার। এমনকি ভারতের জসবন্ত সিং এর কাছে পরাজয় মেনে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী। যা পরোক্ষভাবে ভারতের কাছে পাকিস্তানের হার বলে বিবেচিত। ১৯৭৪ সালে শেখ মুজিব ক্ষমতায় থাকাকালীন সময়ে ২ দেশের প্রধান মন্ত্রির একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে, একটি সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত বাঁধ চালু করা হবে না। যা মূলত সাধারন জনগণকে ধোঁকা দেয়া হয়েছিল। ১৯৭৫ সালের মার্চ মাসে, শেখ মুজিব ভারতকে অনুমতি দেয় বাঁধ বন্ধ করে দেয়ার জন্য। যা মুজিব করেছে ভারত সরকারকে খুশি করার জন্য। ১৯৭৬ সালে সেনা বাহিনী ক্ষমতায় এসে ভারতকে চাপ দিতে থাকে। জাতিসংঘের কাছে অভিযোগ দেয়া হয়। জাতিসংঘ এ ব্যাপারে ভারতকে চাপ দেয়। কিছুদিনের জন্য খুলে দেয়া হয় বাঁধ। আবার পরে যা তাই। এভাবে আশ্বাসের পর আশ্বাস দিয়ে ভারত বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আবার তিপাইমুখেও বাঁধ দেয়ার ষড়যন্ত্র চলছে। যে বাঁধ ১৯৫২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত করার সাহস পায়নি ভারত, আর মাত্র ২ বছরে নির্মাণ করে ফেলল, আবার চালুও করে ফেলল মুজিব সরকারের আমলে, তাহলে আপনারাই বলেন বঙ্গবন্ধু মুজিব নাকি বঙ্গসত্রু।
ফারাক্কার কারনে আজ দক্ষিন পশ্চিমের মানুস না খেয়ে মারা যাচ্ছে। এ দায় কার? এটা তো গেল ফারাক্কা বাধের কথা। এমন হাজারো ঘটনা রয়েছে, আমাদের দেশ ধ্বংসের পেছনে। আমরা মানুষ চিনতে ভুল করি। যে পিতা নিজের সন্তানদের বিপদে ঠেলে দেয় তাকে আমরা জাতির পিতা বানিয়ে রেখেছি।
আর আপনারা ভাবছেন আজ আমরা মুক্ত জাতি?হাস্যকর ।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন